শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আফগানিস্তানে ভূমিধসে ৩৫০ জনের মৃত্যু, নিখোঁজ ২ সহস্রাধিক

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের একটি গ্রামে ভূমিধসে কমপক্ষে ৩৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আরো কয়েক হাজার লোকের মৃত্যুর আশংকা করা হচ্ছে। এ ভূমিধসে ঘটনায় এখনো বহু লোক নিখোঁজ রয়েছে। পার্বত্য এলাকায় আরো ভূমিধসের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গতকাল শুক্রবার প্রবল বৃষ্টির পর ভূমিধসের ফলে দেশটির উত্তর-পূর্বে বাদাখশান প্রদেশে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পাহাড় ধসে পড়ে শত শত বাড়ি মাটি ও পাথরের নীচে চাপা পড়ে নিশ্চিহ্ন হয়ে যায়। উদ্ধার কর্মীরা শনিবার ঘটনা স্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে ।

আফগানিস্তানে জাতিসংঘ মিশন ৩৫০ মৃত্যু নিশ্চিত করেছে। মৃতের সংখ্যা আরো অনেক বাড়তে পারে।

প্রাদেশিক কর্মকর্তারা জানান, এ ভূমিধসের ২০ ঘণ্টারও বেশি সময় অতিবাহিত হওয়ার পর এ ঘটনায় এখনো দুই সহস্রাধিক লোক নিখোঁজ রয়েছে।

জরুরি বিভাগের কর্মীরা শনিবার সকালে ঘটনা স্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

বাদাখশান গভর্ণর শাহ ওয়ালিউল­vহ আদীব এএফপিকে বলেন, আড়াই হাজার লোকের মৃত্যু হতে পারে।

প্রাদেশিক কর্মকর্তারা জানান, মাত্র এক ঘণ্টার মধ্যে আব বারীক গ্রামে পরপর দুইবার ভূমিধসের ঘটনা ঘটে।

আফগান জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রাদেশিক পরিচালক সৈয়দ আব্দুল­vহ হুমায়ন দেহগান ঘটনা স্থল থেকে এএফপিকে বলেন, ‘সেখানে অনেক কাদা-মাটির কারণে মৃতদেহ বের করে আনা উদ্ধার কর্মীদের জন্য অনেক কঠিন হয়ে পড়েছে।’

তিনি আরো বলেন, ‘সেখানে আবারো ভূমিধসের আশংকা করা হচ্ছে। আমাদের পরিদর্শক দল পার্শ্ববর্তী একটি পাহাড়ে ফাটল দেখতে পেয়েছে।

তিনি বলেন, ‘আমরা সেখানে খাবার বিতরণের কাজ শুরু করলেও ঘরের বাইরে রাত কাটানো সাতশ’ পরিবারের সকলের জন্য আমাদের যথেষ্ট তাঁবু নেই। সেখানে প্রায় দুই হাজার লোক গৃহহীন হয়ে পড়েছে।

আফগানিস্তানে জাতিসংঘ মিশন জানায়, জাতিসংঘ সংশি­ষ্ট সকল সংস্থা ইতোমধ্যে ঘটনা স্থলে কাজ শুরু করেছে।

প্রেসিডেন্ট হামিদ কারজাই এ ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে জীবিতদের উদ্ধারে দ্রুত পদক্ষেপ নিতে বলেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ মৃত্যুকে মর্মান্তিক হিসেবে বর্ণনা করে ত্রাণ প্রচেষ্টায় সহায়তা করার প্রতিশ্রুতি দেন।

তাজিকিস্তান, চীন ও পাকিস্তান সীমান্তে অবস্থিত একটি দূরবর্তী প্রদেশ হলো বাদাখশান।

Spread the love