শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আফগানিস্তানে ভূমি ধস : জাতীয় শোক দিবস ঘোষণা

01. Afghanistan landslideআফগানিস্তানে ভূমিধসে শত শত লোকের প্রাণহানির পর সরকার রোববার একদিনের জাতীয় শোক ঘোষণা করেছে।

এর আগে দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই শোকসপ্তপ্তদের প্রতি গভীর শোক প্রকাশ করেন।

শুক্রবার বাদাখশানে ভূমিধসের ঘটনায় দুহাজারেরও বেশি লোক চাপা পড়েছে বলে আশংকা করা হচ্ছে। জীবিতদের উদ্ধারে শনিবার তল্লাশি অভিযান আনুষ্ঠানিকভাবে শেষ করা হয়। এছাড়া উদ্ধার অভিযানে ভারি কোন মেশিনারি ব্যবহার করা সম্ভব হচ্ছিল না।

পাহাড় ধসের সময় ওই এলাকায় অন্তত দু’হাজার লোক তাদের বাড়িঘরে ছিল। কিছু লোক শুক্রবারের জুম্মার নামাজ আদায়ের জন্য মসজিদে ছিল। কিম‘ আকস্মিক ভূমিধসে পুরো এলাকা কাদা পাথরে চাপা পড়ে যায়।

এছাড়া উদ্ধার অভিযানে ছুটে গিয়ে আরো ছয়শ লোক নিখোঁজ হয়ে যায়। তারা দ্বিতীয় ভূমিধসের শিকার হয়।

বেঁচে যাওয়া কয়েকশ লোক দ্বিতীয় রাতের মতো খোলা আকাশের নীচে থাকতে বাধ্য হচ্ছে। যদিও তাদের জন্য কম্বল, তাঁবু ও প্রয়োজনীয় খাবার সহায়তা পৌঁছেছে।

এদিকে বেচে যাওয়া লোকজন তাদের নিজ এলাকায় ফিরে যেতে চাচ্ছেনা। কারণ তাদের গ্রামটি একটি গণকবরে পরিণত হয়েছে। সরকারের কাছে তাদের দাবি অন্য কোথাও তাদের আশ্রয় দেয়া হোক।

Spread the love