শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ এবং কঠোর শাস্তির দাবীতে দিনাজপুরে মানববন্ধন

রফিকুল ইসলাম ফুলাল ॥ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়(বুয়েট)‘র শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে এবং কঠোর শাস্তির দাবীতে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ এবং দোষীদের কঠোর শাস্তির দাবীতে বুধবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সন্মুখ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করেছে নাগরিক সমাজ দিনাজপুর।

মানববন্ধন চলাকালে আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,জাসদের সা:সম্পাদক মো: শহিদুল্লাহ শহিদুল,স্বারদ্বেশ্বরী স্কুলের সাবেক প্রধান শিক্ষক শফিকুল ইসলাম,ওয়াকার্স পার্টির নেতা রবিউল আউয়াল খোকা,কেবিএম কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সাইফুদ্দীন আখতার,বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল কাদির জুয়েল, প্রেসক্লাবের সা: সম্পাদক গোলাম নবী দুলাল, মহিলা পরিষদের সাধারন সম্পাদক ড, মারুফা বেগম, নিসচার নেতা রহমতুল্লাহ রহমত,মোছা:আফসানা ইমু,রবি আফরোজ ও বাসদ নেতা মনিরুজ্জামান মনির প্রমুখ।

সভায় বক্তারা বলেন,দেশের সবেৃাচ্চ বিদ্যাপীটে এ ধরনের ঘটনা আজ আমাদের সমাজ ব্যবস্থাকে প্রশ্নবিধ করেছে। এঘটনায় যে বা যারা জড়িত থাকুক তাকে বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে দিনাজপুর প্রেসক্লাব, দিনাজপুর সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি,সম্মিলিত সাংস্কৃতিক জোট , মহিলা পরিষদ, নাগরিক কমিটি , সাধারন শিক্ষার্থীরা অংশ নেয়।

Spread the love