শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আবরার হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে রংপুরে মানববন্ধন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ টার দিকে আমরাই পাশে -রংপুর ফেসবুক গ্রুপ সহ বেশ কয়েকটি সংগঠনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।এসময় বক্তারা বলেন,আবরারকে যারা হত্যা করেছে তারা অজানা কেউ না। তারা যাই হোক খুনি ছাড়া অন্য কিছু না। তাদের কঠোর শাস্তি দিতে হবে।

এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর বঙ্গবন্ধুর ম্যুরাল চত্ত্বর এলাকায় আবরার হত্যাকারীদের বিচারের দাবিতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ করে।মানববন্ধনে বক্তারা দেশের সব বিচার বহির্ভূত হত্যা-নির্যাতনের সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

অন্যদিকে আবরার হত্যার প্রতিবাদে রংপুরে ছাত্রদলের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি করতে দেয়নি পুলিশ। বেলা সোয়া ১২টার দিকে দলীয় কার্যালয় থেকে মিছিল করে রাস্তায় নামার চেষ্টা করলে নেতাকর্মীদের বাঁধা দেয় পুলিশ। পরে পুলিশি বেষ্টনীর মধ্য দাঁড়িয়ে শ্লোগান দেয় তারা।

Spread the love