শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আবারও মিরপুরে অনুশীলনে ক্রিকেটাররা

কোভিড পরিক্ষার পর নেগেটিভ আসা ক্রিকেটাররা অনুশীলনে ফিরেছেন মিরপুরে। খুলনায় ব্যক্তিগত অনুশীলন করা মিরাজও যোগ দিয়েছেন মিরপুরের অনুশীলনে। লেগ স্পিনার আমিনুল বিপ্লব জানান ব্যাটসম্যানদের বিপক্ষে বল করতে পারায় এখন ফিরছে আত্মবিশ্বাস, বাড়ছে বোলিংয়ের ধার।  

করোনা ঝুঁকিতে পাঁচদিন বন্ধ থাকার পর আবার হোম অব ক্রিকেট মেতেছে ক্রিকেটারদের পদচারনায়।

বুধবার সকাল ৯টার আগেই রিয়াদ, তাইজুলরা মিরপুরে। সকালে সেন্টার উইকেটে ব্যাটিংটা ঝালিয়ে নিয়েছেন মুশফিকুর রহীমও। সৌম্য সরকারও অনেকক্ষণ ব্যাটিং করেছেন শেরে বাংলার উইকেটে। মিরপুরের ব্যক্তিগত অনুশীলনটা আস্তে আস্তে এখন জমাট বাধছে। মুশফিক, রিয়াদরা ব্যাট চালাতে পারছেন তাইজুল, মুস্তাফিজদের বলে। বিপ্লবরাও হাত ঘুরাতে পারছেন ব্যাটসম্যানদের সামনে। 

লাল বলের ক্রিকেট খেলাটা আমিনুলের স্বপ্ন। লঙ্কা সফরে সেই স্বপ্ন পূরণ হবে কি না জানা নেই। তবে নিজেকে রাখতে চান পুরো দমে তৈরি।

খুলনায় থাকা মিরাজও হাজির মিরপুরে। শ্রীলঙ্কা সফরে অটো চয়েজই বলা যায় এই অলরাউন্ডারকে। তাই শ্রীলঙ্কা সফরের আগ দিয়ে ডাক পড়েছে ঢাকায়। করোনাকারে প্রথমবার শের ই বাংলায় তার অনুশীলন।

Spread the love