শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আবার ক্ষমতায় আসলে ডাক্তারের অভাব হবে না

া: সংসদ সদস্যদের সমালোচনার জবাবে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘এই সরকার যদি আবার ক্ষমতায় আসে তাহলে ডাক্তারের অভাব হবে না। গ্রামে পোস্টিং থাকার পরও যারা সেখানে ডিউটি না করে ঢাকায় বসে বেতন নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বৃহস্পতিবার জাতীয় সংসদের ২১তম অধিবেশনে ২০১৮-২০১৯ সালের প্রস্তাবিত বাজেটের দায়মুক্ত ব্যয় ব্যতীত অন্যান্য ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবির ওপর ছাটাই প্রস্তাবের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘গত তিন বছর মেডিকেল ভর্তি নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। বেসরকারি মেডিকেল কলেজ নিয়ন্ত্রণের জন্য পদক্ষেপ নিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য উচ্চ আদালতের নির্দেশে সেগুলো আবার ফিরে এসেছে। আপনারা সোচ্চার থাকলে নতুন আইনে দেশে কোনো মানহীন বেসরকারি মেডিকেল থাকবে না।’

সংসদ সদস্যদের উদ্দেশে মোহাম্মদ নাসিম ‘আপনারা যদি সোচ্চার থাকেন, আমি বেসরকারি মেডিকেল কলেজ নিয়ন্ত্রণের জন্য আইন করতে যাচ্ছি। এটা বাস্তবায়ন হলে দেশে কোনো মানহীন বেসরকারি মেডিকেল থাকবে না। কোর্ট যদি হস্তক্ষেপ করেন, তাহলে আমি কি করব বলেন?

মন্ত্রী বলেন, আমি নিজে বলেছি অনেক বেসরকারি কলেজ ঢাকায় আছে, যেগুলো মানহীন এবং শিক্ষক নাই। তাদের আমি বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু উচ্চ আদালতের হস্তক্ষেপের কারণে তাদের ছেড়ে দিতে হয়েছে। কোর্টের নির্দেশ তো আমি অমান্য করতে পারব না।’

Spread the love