শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আব্দুর রৌফ চৌধুরী অনুভবে বেঁচে থাকুন শতাব্দীর পর শতাব্দী

২১শে অক্টোবর ২০১৯ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর বৃহত্তর দিনাজপুর জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বিশিষ্ট ক্রীড়াবিদ, জেলা আওয়ামী লীগের একাধিকবার তথা পনের বছর দায়িত্ব পালন করা সভাপতি, সাবেক এমপি ও প্রতিমন্ত্রী, বর্তমান বাংলাদেশ সরকারের েেনৗ-পরিবহন প্রতিমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য,বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের তৃতীয় বারের মতো নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও বিরল-বোচাগঞ্জ এলাকার তিন বার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জননেতা খালিদ মাহমুদ চৌধুরী-এর গর্বিত পিতা জননেতা আব্দুর রৌফ চৌধুরীর বারোতম মৃত্যুবার্ষিকী। ২০০৭ সালের এই দিনে সকাল সাড়ে আটটায় তার নিজ বাসভবন বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার ধনতলা গ্রামের চৌধুরীপাড়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেদিন বিরল দৃশ্য হয়েছিল। জানাজায় মানুষের ভীড় আছড়ে পড়েছিল অন্য ভীড়ের উপর। জনগণের অফুরন্ত ভালোবাসার ভেলায় ভাসতে ভাসতে সিক্ত হয়ে চিরনিদ্রায় তিনি শায়িত হলেন। আমরা জানি, চিরদিনের জন্য ঘুমিয়ে থাকা মরহুম আব্দুর রৌফ চৌধুরী আর কোনদিন কথা বলবেন না। আর কখনো তাঁর কন্ঠে উচ্চারিত হবে না দুঃখিনী বাংলা মায়ের কথা। আর কোনদিন তাঁকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে না। আর কোনদিন সংগঠক হয়ে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করতে দেখা যাবে না। শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় আর রাজপথে তাঁকে নামতে হবে না। বৃহত্তর দিনাজপুর জেলার (ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ) ২৩টি উপজেলায় আওয়ামী লীগের পতাকাতলে জনগণকে সমবেত হওয়ার জন্য উদাক্ত আহ্বান আর শোনা যাবে না। যাঁর বুক জুড়ে ছিল বঙ্গবন্ধু আর এদেশের মানচিত্র। আর হৃদয় জুড়ে ছিল আওয়ামী লীগ এবং জনগণ। আপনার আনন্দের নাম মুক্তিযুদ্ধের বিজয়, চেতনার নাম অসাম্প্রদায়িক শোষণ মুক্ত বাংলাদেশ হয়তো ভবিষ্যত স্বপ্নের নাম ছিল ডিজিটাল বাংলাদেশ, নিম্ন মধ্যম আয়ের বাংলাদেশ, পদ্মা সেতুসহ অনেক কিছু যা আজ বাস্তবায়িত হচ্ছে। বৃহত্তর দিনাজপুর জেলায় তিনি ছিলেন রাজনীতির এক তারকা পুরুষ, নন্দিত রাজকুমার, সেই কিশোর বয়সে ছাত্র জীবন থেকে রাজনীতি শুরু করে আমৃত্যু ছিলেন রাজনীতির সঙ্গে। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে যা পেয়েছেন তার চেয়ে বেশি দিয়েছেন দেশকে অর্থাৎ স্বাধীনতার সৈনিক হিসেবে মৃত্যু ভয় উপেক্ষা করে একটা স্থায়ী লাল সবুজ পতাকা। দিনাজপুর শহরের স্টেশন রোড গেইট সংলগ্ন আবাসিক নিউ হোটেলের তৃতীয় তলার ১২ নম্বর ভিআইপি কক্ষটি আজও সে ভাবে দাড়িয়ে আছে কিন্তু আপনি নেই। যেখানে জীবন ও যৌবনের দীর্ঘ ১৭ বছর অতিবাহিত করে নিরলস ভাবে, ধৈর্য্যের সাথে আপনি দলকে পরিচালনা করেছেন। দলের চরম দূর্দিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবর্গ দিনাজপুর সফরে এলে আপনি তাঁদের জন্য ছিলেন একমাত্র কান্ডারী। শুনেছি দলের জন্য ছিল কি অসীম ত্যাগ! আপনার উদারতা। ১৯৩৭ সালের ২৮শে ডিসেম্বর চিরনিদ্রায় শায়িত পবিত্র ভূমিতে (জন্ম এবং মৃত্যু একই স্থানে) এক মাহেন্দ্রক্ষণে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে পিতা সমাজ সেবক মৌলভী খোরশেদ চৌধুরী এবং মাতা আয়েশা খাতুন চৌধুরীর ঘরে জন্ম গ্রহণ করেন। মাটি ও মানুষের জন্য নিরলসভাবে গণমানুষের কল্যানে সত্তরটি বছর কাজ করেছেন। ১৯৬২ সালে পঞ্চগড়ের ব্যবসায়ী ইসমাইল হোসেন সরকারের জ্যৈষ্ঠা কন্যা রমিজা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। একমাত্র পুত্র সন্তান ছাড়াও এই দম্পত্তির আরও পাঁচজন কন্যা রয়েছেন। সমাজে তারা সকলেই প্রতিষ্ঠিত। ১৯৫২ সালে সিরাজগঞ্জ থেকে মেট্রিক অতঃপর ঢাকা কলেজ থেকে এইচ.এস.সি পরবর্তীতে দিনাজপুর এসএন কলেজে বিএ পড়ার সময় ছাত্র সংসদের প্রতিনিধিত্ব করেন। ঢাকা কলেজে অধ্যয়নের সময় বঙ্গবন্ধুর সঙ্গে পরিচয় এবং সখ্যতা গড়ে উঠে। ১৯৬২ সালে শিক্ষা আন্দোলন, ১৯৬৬

সালে ৬ দফা আন্দোলন, ১৯৬৯-র গণঅভ্যুত্থান ও ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা আন্দোলনে তিনি অগ্রনী ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে তিনি বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। ৭৫, ৮২ ও ৯০র পরবর্তী সামরিক শাসন বিরোধী আন্দোলনে সামনের কাতারে তিনি নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহাম্মেদের পূর্বাঞ্চলীয় জোন এর তিনি দূত ছিলেন। তাঁর নেতৃত্বেই ১৯৭১ সালের ৬ই ডিসেম্বর বোচাগঞ্জ উপজেলা পাক হানাদার মুক্ত হয়। একজন ভাল ফুটবল খেলোয়াড় হিসেবে এ অঞ্চলে তাঁর সুনাম ছিল। ১৯৮৯ সালে তিনি বোচাগঞ্জ উপজেলায় চেয়্যারম্যন নির্বাচিত হন। প্রয়াত জননেতা আব্দুর রৌফ চৌধুরীর  তার সম্পর্কে আমি জেনেছি, তিনি অত্যন্ত জনদরদী নেতা ছিলেন। তিনি বীর মুক্তিযোদ্ধা, একজন দক্ষ ক্রীড়াবিদ, আওয়ামীলীগ নেতা, জাতীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ছিলেন। ২০০২ সালে বিএনপি ও জামায়াত জোট সরকারের শাসনামলে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন কালে পুলিশের বাধার সম্মুখীন হয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। ১৯৯৬ সালে দিনাজপুর-১ আসন (বীরগঞ্জ-কাহারোল) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হোন। পরবর্তীতে ডাক তার ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হিসেবে এলাকায় ব্যাপক উন্নয়ন সাধন করেন। মৃত্যুবার্ষিকীর এই দিনে শোকাহত পরিবার, উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করছে। আমিও ব্যক্তিগতভাবে আপনার অবিনশ্বর আত্মার শান্তি কামনা করছি। পরিশেষে আপনি জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে যেভাবে দায়িত্ব পালন করেছেন ঠিক সেভাবে আজকে তার একমাত্র পুত্র একাদশ জাতীয় সংসদে ৭ জানুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে যোগ দিলেন খালিদ মাহমুদ চৌধুরী। টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে এই দায়িত্ব পেলেন তিনি। গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর উন্নয়নের ধারা ধরে রাখাকেই চ্যালেঞ্জ মানছেন খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘‘উন্নয়ন সূচকের ধারা বজায় রেখে সামনের এক শ বছরে উন্নত দেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পরিকল্পনা তা বাস্তবায়নে কাজ করব।বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী দেশের নদী দখলদার দের উচ্ছেদ অভিযানে আলোড়ন সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, সাম্প্রতিকালে তিনি প্রধানমন্ত্রীর গোয়েন্দা সংস্থার রিপোর্টে মন্ত্রী- প্রতিমন্ত্রীদের মধ্যে তিনি সৎ,নিষ্ঠাবান হিসেবে প্রধানমন্ত্রীর নজরে আছেন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদে বর্তমানে রাজশাহী বিভাগ (ইতিপূর্বে রংপুর) সহ জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আপনি আজ বেঁচে থাকলে আপনার পুত্রের সাফল্য দেখে সবচেয়ে বেশী খুশি হতেন। কিন্তু বিকল্পহীন মৃত্যু তা হতে দেয় নি। তবুও আপনি আপনার পুত্রের প্রেরণার উৎস হিসেবে অšতরে বা চেতনায় আছেন। অনুভব বা প্রেরনায় আপনি যুগের পর যুগ বা শতাব্দীর পর শতাব্দী বেঁচে থাকবেন।

লেখক-রেজানুল হক রেজু

সাংবাদিক ও কলামিষ্ট

বোচাগঞ্জ,দিনাজপুর

Spread the love