শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমাকে একবার মেয়র নির্বাচিত করুন আমি আপনাদের উন্নয়ন উপহার দেব-আহমেদ শফি রুবেল

এম.আর. মিজান ॥ আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু। আমি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের নিজে পাবার জন্য কোন কিছু করিনি। আমার সীমিত সক্ষমতা থেকে মানুষকে সব সময় কিছু দেয়ার চেষ্টা করেছি। আমি বিভিন্ন সময় নির্বাচন করলেও এবারের নির্বাচনের প্রেক্ষাপট একটু ভিন্ন। কেননা, আপনারা দ্বি-দলীয় শাসনের বেড়াজালে সব সময় ওই দু’দলকেই ভোট দিয়েছেন। কিন্তু একটু ভেবে দেখেন, কি পেয়েছি, কি পেয়েছেন? শহরের রাস্তা-ঘাট ভাঙ্গা। রাস্তা দিয়ে হাটা মুশকিল। যানজটে নাকাল অবস্থা। পৌরসভায় গেলে সেবা পাওয়া যায় না। হয়রানীর শিকার হতে হয়। এ অবস্থা চলতে পারে না। সেজন্যই আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি মেয়র নির্বাচিত হলে শহরের কোন রাস্তা ভাঙ্গা থাকবে না। পৌরসভায় সকলেই সহজেই সেবা লাভ করবে। কোন হয়রানীর সুযোগ থাকবে না। কোথাও কোন অন্যায় দেখামাত্র তাৎক্ষনিক পদক্ষেপ গ্রহণ করবো। আর তাছাড়া এটি আমার জীবনের সম্ভবত শেষ নির্বাচন। আমি চরম দূর্দিনে হুসেইন মুহাম্মদ এরশাদকে ছেড়ে যাইনি। তার সাথে গাদ্দারি করিনি। আমি কথা দিচ্ছি- আপনাদেরও ছেড়ে যাব না। আপনাদের সাথে বেইমানি করবো না। আপনারা আমাকে একবার সুযোগ দেন, দেখেন আমি আপনাদের উন্নয়ন উপহার দেব ইনশাআল্লাহ। ২৭ নভেম্বর সন্ধায় শহরের কাঞ্চন কলোনী এলাকায় এক উঠান বৈঠকে জাতীয় পার্টির মেয়র প্রার্থী, কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও জেলা জাপার সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল উপরোক্ত কথাগুলো বলেন। স্থানীয় সম্মানিত ব্যাক্তিত্ব সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও জাপা নেতা আক্তারুজ্জামান তুহিনের সঞ্চালনায় বৈঠকটির সমন্বয়ক ছিলেন মোঃ শামসুল হক। বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মীর তৌহিদুল ইসলাম স্বপন, মনতেয়াজ আলম, সহ-সাধারণ সম্পাদক ডাঃ আনোয়ার হোসেন, জাপা নেতা সারওয়ার জাহান নবাব, মাজহারুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এম মোর্শেদ খান, প্রচার সম্পাদক একেএম নওশাদ ফরহাদ, সহ-প্রচার সম্পাদক লাইসুর রহমান লাভলু, ওয়ার্ড সভাপতি আজিমউদ্দীন বাবু প্রমূখ। পরে এলাকাবাসীকে সাথে নিয়ে আহমেদ শফি রুবেল স্থানীয়দের সাথে মতবিনিময় ও গণসংযোগে মিলিত হন।

Spread the love