শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আমাদের সকলকেই ভাল মানুষ হতে হবে- জেলা প্রশাসক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী শিশুদের উদ্দেশ্যে বলেছেন, আমাদের সকলের ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সাংবাদিক কিংবা শিল্পী হওয়া লক্ষ নয়, লক্ষ হওয়া উচিত ভালো মানুষ হওয়া। বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার সহ যে পেশাই আমরা নিয়োজিত হইয়া কেন ভালো মানুষ হতে না পারলে এসকল অর্জন আমাদের ব্যর্থ হয়ে যাবে তাই আমাদের সককেই ভালো মানুষ হতে হবে। তিনি শিশুদের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিশুদের চাপ প্রয়োগ করে লেখাপড়া করালে সে কখনো ভালো পড়তে পারবে না। শিশুদের লেখাপড়ায় আগ্রহী করে গড়ে তুলতে পারলে শিশুর ভবিষ্যত ভালো হবে।

৩০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে দিনাজপুর শিশু একাডেমী অডিটোরিয়ামে দিনাজপুর জেলা প্রশাসন ও দিনাজপুর শিশু একাডেমী আয়োজিত শিশু অধিকার সপ্তাহ’র আলোচনা সভা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী এসব কথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তৌফিক ইমাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য অফিসার আবুল কালাম মোঃ সাইফুদ্দিন, বঙ্গবন্ধু পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সমাজ উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্রের নির্বাহী পরিচালক মোজাফ্ফর হোসেন, ওয়াল্ড ভিশন দিনাজপুরের প্রজেক্ট ম্যানেজার পরিমল হেমভ্রম, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শাহ্জাহান নভেল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন চেহেলগাজী স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ ওবাইদুর রহমান।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী। শেষে শিশুদের পরিবশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

Spread the love