শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

“আমিই পারি” শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধ করতে শীর্ষক বীরগঞ্জে এপি পর্যায়ে শিশু ফোরাম গঠন

প্রদীপ রায়,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বীরগঞ্জে “শালবল মিলনায়তনে” আজ সকাল ১০ ঘটিকায় প্রদীপ রায় এর সভাপতিত্বে “আমিই পারি” শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধ করতে শীর্ষক বীরগঞ্জে এপি পর্যায়ে শিশু ফোরাম গঠন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানুয়েল হাসদা,প্রোগ্রাম ম্যানেজার,বীরগঞ্জ এপি, উপস্থিত ছিলেন এপির সকল প্রোগ্রাম অফিসারবৃন্দ এবং এপির সকল ভলান্টিয়ারবৃন্দ। আরও উপস্থিত ছিলেন সকল ইউনিয়ন পর্যায়ের ভিডিসির সভাপতি বৃন্দ। সেই সাথে উপস্থিত ছিলেন ইউনিয়ন পর্যায়ের সকল নেতা-নেতৃবৃন্দ। উক্ত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বীরগঞ্জ এপির প্রোগ্রাম ম্যানেজার শ্রদ্ধেয় ম্যানুয়েল হাসদা ও ফুলের শুভেচ্ছার মাধ্যমে সকল নেতা-নেতৃবৃন্দের পরিচয় নেওয়া হয়। শুভেচ্ছা বক্তব্য এর পরেই শুরু হয় নির্বাচন সম্পর্কিত আলোচনা। উক্ত নির্বাচন সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য ৩জনকে নির্বাচন কাউন্সিলের দায়িত্ব দেওয়া হয়। সেই নির্বাচন কাউন্সিলের মধ্য থেকে মোঃ আসাদুজ্জামান রতন নির্বাচনের সকল নীতিমালা সকল নেতা-নেতৃবৃন্দের মাঝে তুলে ধরেন। সেই সব নীতিমালা অনুয়ায়ী শিশু ফোরাম নির্বাচন কার্যক্রম শুরু করা হয়। উক্ত নির্বাচন সভায় সভাপতিএবং সম্পাদক পদে পদপ্রার্থী যারা যারা হতে ইচ্ছুক ছিল তাদের কে মনোনয়ন পত্র নিয়ে স্ব-হস্তে লিখে নির্বাচন কাউন্সিলের কাছে পেষ করেন এবং নির্বাচন কাউন্সিলর সেই মনোনয়ন পত্র গুলো সঠিক বিবেচনা করে সম্মতি প্রদান করেন। উক্ত সভাপতি পদে পদপ্রার্থী ছিলেন ৪জন। তাদের মধ্যে মাহমুদ হাসান,প্রদীপ রায়,নূরনবী ইসলাম ও মল্লিকা আক্তার। সম্পাদক পদে পদপ্রার্থী ২জন তাদের মধ্যে লিজা আক্তার ও উদয় মহন্ত। সভায় সভাপতি পদ প্রার্থীদের তাদের যোগ্যতা সবার সামনে প্রেরন করার জন্য ২মিনিট বক্তব্য রাখার জন্য অনুমতি দেওয়া হয়। সেই ২মিনিট বক্তব্যে সভাপতি পদপ্রার্থী প্রদীপ রায় শিশুদের অধিকার নিশ্চিত করনে এবং অবহেলিত শিশুদের নিয়ে কাজ করা, সেই সাথে কমিটিকে টিকিয়ে রাখার জন্য কিছু উপদেশ মূলক বক্তব্য রাখেন এবং এই নির্বাচন যেন সুষ্ঠু,সুন্দর ভাবে পরিচালনা হয় সেই প্রত্যাশা ব্যাক্ত করেন। তার পরেই শুরু হয় প্রচারনা এবং ভোট প্রদান। ব্যালট পেপার এবং গোপনীয় ভাবেই সকল নেতা-নেতৃবৃন্দ তাদের ভোট প্রদান করেন। ভোট প্রদান করা হলে সেই ভোটের ফলাফল ঘোষনা করা হয়। উক্ত নির্বাচনে সভাপতি পদে পদপ্রার্থী নূরনবী ইসলাম বিপুল ভোটে নির্বাচিত হন এবং সম্পাদক পদে পদপ্রার্থী লিজা আক্তার নির্বাচিত হন। উক্ত কমিটি ১৫সদস্য বিশিষ্ট ছিল সকল পদের পদপ্রার্থী সকল শিশু ফোরামের নেতা-নেতৃবৃন্দের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। নব নির্বাচিত সভাপতি তার মূল্যবাদ বক্তব্য রাখেন এবং বলেন- আমি আমার কমিটিকে আরও সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যাবো এবং শিশুদের জন্য কাজ করে যাবো। উক্ত কমিটির পূর্নাঙ্গ সদস্যদের নাম ঘোষনা করেন প্রোগ্রাম ম্যানেজার এবং সেই কমিটির কার্যক্রম নিশ্চিত করেন। সভার শেষে প্রোগ্রাম ম্যানেজার ৫জন নেতা-নেতৃবৃন্দে হাতে পুরষ্কার তুলে দেন এবং অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা দেন।

Spread the love