শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমি যুদ্ধ থামিয়েছি, নোবেল পেয়েছে অন্যজন : ট্রাম্প

সম্মানজনক নোবেল পুরস্কার না পাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্ষেপ যেন থামছেই না! এবার যুদ্ধ থামানোর পরেও কেন তাকে শান্তিতে নোবেল দেওয়া হলো না সেই প্রশ্ন তুলেছেন তিনি। খবর ‘বিবিসি’।

স্থানীয় সময় শুক্রবার (১০ জানুয়ারি) ওহিওতে অনুষ্ঠিত এক সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি একটি চুক্তি করেছি। একটি দেশ বাঁচিয়েছি। এরপর শুনলাম ওই দেশের প্রধান নোবেল পুরস্কার পেয়েছেন দেশকে রক্ষা করার জন্য। এ নিয়ে আমার কী করার আছে? কিন্তু সবসময় এটাই হয়।

আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, দ্বন্দ্ব নিরসনে প্রচেষ্টা ও ইরিত্রিয়ার সঙ্গে সীমান্তে সংঘাত বন্ধের স্বীকৃতি হিসেবে ২০১৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। নিজের বক্তব্যে এ বিষয়টির দিকেই ইঙ্গিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, গত কয়েক বছরে আমি বেশ কয়েকটি বড় যুদ্ধ থামিয়েছি। কিন্তু এখন পর্যন্ত আমাকে এর কোনো স্বীকৃতি দেওয়া হয়নি।

Spread the love