শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমেরিকার ভেটো নিস্ক্রিয় করতে পদক্ষেপ নিন: ফিলিস্তিন

ইসরাইলি অপরাধযজ্ঞের ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনিত প্রস্তাবে আমেরিকার ভেটো অকার্যকর করে দিতে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়

ওই মন্ত্রণালয় শনিবার রাতে এক বিবৃতিতে বলেছে, আমেরিকার ভেটো নিস্ক্রিয় করতে না পারলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দখলদার ইসরাইলের প্রতি আমেরিকার অন্ধ পক্ষপাতিত্বের স্থানে পরিণত হবে

গাজা সীমান্তে ইসরাইলি সেনাদের গুলিতে শত শত ফিলিস্তিনির হতাহতের ঘটনার নিন্দা জানিয়ে শুক্রবার নিরাপত্তা পরিষদে উত্থাপিত একটি প্রস্তাবে ভেটো দেয় আমেরিকা। নিয়ে গত এক সপ্তাহে দুবার একই ধরনের প্রস্তাবে ভেটো দিল আমেরিকা

প্রস্তাবটিতে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেনাদের নির্বিচার গুলিবর্ষণের ব্যাপারে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানানো হয়েছিল

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে সম্পর্কে আরো বলা হয়েছে, ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ বিক্ষোভে ইসরাইল যে গণহত্যা চালাচ্ছে তাকে ধামাচাপা দেয়ার উদ্দেশ্যে মার্কিন সরকার সংক্রান্ত প্রস্তাবে একের পর এক ভেটো দিচ্ছে

গত ৩০ মার্চ ভূমি দিবসে অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে নির্বিচারে গুলি চালায় ইসরাইলি সেনারা। এতে একদিনে অন্তত ২০ ফিলিস্তিনি শহীদ প্রায় দেড় হাজার মানুষ আহত হন। পরবর্তীতে গত কয়েকদিনে আরো বহু ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনারা

প্রতি বছর ৩০ মার্চ ফিলিস্তিনিরা নিজ ভূমিতে ফেরার দাবিতে ভূমি দিবস পালন করেন। ১৯৭৬ সালের দিনে ইসরাইল ফিলিস্তিনিদের ২১ হাজার বর্গকিলোমিটার ভূমি নতুন করে দখলের সিদ্ধান্ত ঘোষণা করে। এরপর থেকে ফিলিস্তিনিরা ওই দিনটিকে ভূমি দিবস হিসেবে পালন করে আসছেন

Spread the love