বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আমেরিকায় ২ টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

জুলাইয়ে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। আগস্ট মাসের ৪ ও ৫ তারিখ অনুষ্ঠিত হবে পারে ওই দুটি ম্যাচ।

গত মাসেই বাংলাদেশের সাথে পূর্ণাঙ্গ সিরিজ হওয়ার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের। তবে ওই মাসে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ থাকায় ওই সিরিজটি হয়নি। পরে তা পিছিয়ে জুলাইতে নেয়া হয়।

এই সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে সাকিব-মাশরাফিরা। ইতোমধ্যেই এই সফরের সূচি চূড়ান্ত হয়ে গেছে। এখন জানা গেল এই সরিজের শেষ দুটি টোয়েন্টি ম্যাচ হবে আমেরিকার ফ্লোরিডায়।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ফ্লোরিডা স্টেডিয়ামের অফিশিয়ালরা জানিয়েছেন, দুটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য ৪ ও ৫ আগস্ট সংরক্ষিত রেখেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি:

প্রস্তুতি ম্যাচ:   ২৮-২৯ জুন       (অ্যাটিগা)

প্রথম টেস্ট:      ৪-৮ জুলাই      (অ্যাটিগা)

দ্বিতীয় টেস্ট:  ১২-১৬ জুলাই    (জ্যামাইকা)

প্রস্তুতি ম্যাচ:       ১৯ জুলাই    (জ্যামাইকা)

প্রথম ওয়ানডে:    ২২ জুলাই       (গায়ানা)

দ্বিতীয় ওয়ানডে:   ২৫ জুলাই      (গায়ানা)

তৃতীয় ওয়ানডে:   ২৮ জুলাই      (সেন্ট কিটস)

প্রথম টি-২০:      ৩১ জুলাই       (সেন্ট কিটস)

দ্বিতীয় টি-২০:      ৪ আগস্ট      (ফ্লোরিডা)

তৃতীয় টি-২০:      ৫ আগস্ট      (ফ্লোরিডা)

Spread the love