শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আলোর মুখ দেখতে শুরু করেছে ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাট সেতু

মো. আব্দুর রাজ্জাক: তিন জেলার গণ মানুষের দাবির প্রেক্ষিতে ঝাড়বাড়ী-জয়গঞ্জ সেতু বাস্তবায়ন কমিটির অন্দোলন সংগ্রামের ফলে আলোর মুখ দেখতে শুরু করেছে ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাট পয়েন্টে সেতু নির্মাণ কার্যক্রম।

আজ ১১ সেপ্টেম্বর শুক্রবার আত্রাই নদীর ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাট পয়েন্টে সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এর পানি সম্পদ ও কৌশল বিভাগ অধ্যাপক ড.এহতেশাম, পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউট এর অধ্যাপক মোঃ শাজাহান মন্ডল, এলজিইডি প্রকল্প পরিচালক মোঃ জাকিউর রহমান।

পরিদর্শন দলের সংসদ্যরা জানিয়েছেন, সেতু নির্মানের দাবি অবশ্য গুরুত্বপূর্ণ দাবি। সেতু নির্মাণের প্রয়োজনীয়তার বিষয়ে আমাদের মতামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।

এ সময় খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, আলোকঝাড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আ স ম আব্দুর রৌফ, সাবেক চেয়ারম্যান মোখছেদুল গনি রাব্বু শাহ্ ও ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোঃ মতিউল ইসলাম, ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয় শিক্ষক তাসমি আল বারি এবং ঝাড়বাড়ী -জয়গঞ্জ সেতু বাস্তবায়ন কমিটির আহবায়ক শেখ মোঃ জাকির হোসেন, যুগ্ম আহবায়ক ডাঃ এবি সিদ্দিক, মোঃ আবু বক্কর সিদ্দিক, শেখ ফরিদ সবুজ, সদস্য মোঃ রাশেদ ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Spread the love