শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইংল্যান্ডের সিরিজ জয়, ভারতের লজ্জা

sপ্রথম ইনিংসে ৩৩৮ রানে পিছিয়ে থেকে

দ্বিতীয় ইনিংসে ৯৪ রানে গুটিয়ে গেল

ভারত। ওভালে ইনিংস ও ২৪৪  রানে ম্যাচ

হেরেছে ধোনি বাহিনী। ওভাল টেস্ট জয়ের

সুবাদে ৫ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে

জিতে নিয়েছে অ্যালেস্টার কুকের ইংল্যান্ড।

প্রথম ইনিংসের পুনরাবৃত্তি দ্বিতীয়। ইনিংসের

শুরুতেই প্যাভিলিয়নে ফেরেন দুই ওপেনার

মুরলী বিজয় (২) ও গৌতম গম্ভীর (৩)।

স্কোর বোর্ডে ৯ রান উঠতে না উঠতেই

প্যাভিলিয়েনের রাস্তা ধরেন দুই ওপেনার।

জেমস অ্যান্ডসনের বলে এলবিডব্লিউ হন

ডানহাতি ওপেনার বিজয়। রান আউট হন

গম্ভীর (৩)। লাঞ্চে ভারতের স্কোর ছিল

২০/২। তার পরই বৃষ্টির জন্য খেলা সাময়িক

সময়ের জন্য বন্ধ থাকে।

গতকাল রবিবার ওভাল টেস্টের তৃতীয়

দিনে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়েছে

৪৮৬ রানে। দলকে বড় সংগ্রহ এনে

দিয়েছেন ইংলিশদের মিডল অর্ডার

ব্যাটসম্যান জো রুট। ক্যারিয়ারের ৫ম

টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছেন এই তরুণ

ব্যাটসম্যান। প্রথম ইনিংসে কুক বাহিনী

অলআউট হলেও রুট অপরাজিত থেকেছেন

১৪৯ রানে। ভারতের বিপক্ষে ৯৬ রানে

ইশান্ত শর্মা ৪টি এবং ৭২ রানের বিনিময়ে

রবিচন্দ্রন আশ্বিন ৩টি উইকেট পেয়েছেন।

প্রথম ইনিংসে ১৪৮ রানে অলআউট হয়েছে

ভারত। ফলে ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে

ব্যাট করতে নামানোর জন্য ভারতের

সামনে ৩৩৮ রানের বড় টার্গেট দাঁড়ায়।

ব্যাটসম্যানদের ব্যর্থতায় এই টার্গেট

অতিক্রম তো করতেই পারেনি, বরং

ভারতের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় মাত্র

৯২ রানেই। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান

করে অপরাজিত থেকেছেন স্টুয়ার্ট বিনি।

ইংল্যান্ডের পক্ষে ৪.২ ওভার বল করে মাত্র

১৮ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছেন

পেসার ক্রিস জর্ডান ও জেমস অ্যান্ডারসন

নিয়েছেন ২ উইকেট। ২টি উইকেট

ভাগাভাগি করে নিয়েছেন স্টুয়ার্ট ব্রড ও

ক্রিস ওয়াকেস।

ভারত-ইংল্যান্ড এই টেস্ট সিরিজের প্রথম

টেস্ট ড্র হয়েছে। দ্বিতীয় ম্যাচে ৯৫ রানে জয়

পেয়েছে ভারত। এরপরই যেন খেই

হারিয়েছে ধোনি বাহিনী। সিরিজের বাকি ৩

ম্যাচে ভারতকে লজ্জায় ডুবিয়ে জয় পেয়েছে

ইংল্যান্ড। তৃতীয় ম্যাচে ধোনিদের ২৬৬

রানে হারিয়েছে কুকবাহিনী। চতুর্থ ম্যাচে

কুকরা জয় পেয়েছে এক ইনিংস ও ৫৪

রানে। গতকাল রবিবার পঞ্চম টেস্টে এক

ইনিংস ও ২৪৪ রানের জয় সঙ্গী হয়েছে

ইংল্যান্ডের।

 

 

 

 

Spread the love