শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেন সংকট সমাধানে রুশ প্রচেস্টার প্রতি আসাদের সমর্থন

ইউক্রেনে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠায় রুশ প্রচেস্টার প্রতি সমর্থন জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় আসাদ এ সমর্থন জানান। বার্তায় প্রেসিডেন্ট আসাদ বলেন,‘‘গণতান্ত্রিকভাবে নির্বাচিত বৈধ সরকারকে উৎখাতের লক্ষ্যে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অভ্যুত্থান প্রচেস্টার বিরুদ্ধে ইউক্রেনে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠায় চেষ্টা চালাচ্ছে রাশিয়া। আর সে প্রচেস্টার প্রতি সিরিয়ার জনগণ ও সরকারের সমর্থন রয়েছে।’’ প্রেসিডেন্ট আসাদ বলেন, আমত্মর্জাতিক আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিজ্ঞচিত নেতৃত্বের মাধ্যমে যেভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন তা প্রশংসনীয়। গত নভেম্বর থেকে ইউক্রেনে পশ্চিমা মদদে শুরু হওয়া আন্দোলনে গতমাসে ক্ষমতাচ্যুত হন রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ৪ মার্চ ‘বিরোধী অভ্যুত্থানকারী’ শক্তির হাতে ইউক্রেনের ক্ষমতা দখলের নিন্দা জানিয়ে বলেন, মস্কোর দৃষ্টিতে ইয়ানুকোভিচ এখনও দেশটির বৈধ প্রেসিডেন্ট। এরপর ইউক্রেনের স্বায়ত্বশাসিক অঞ্চল ক্রিমিয়ায় সেনা পাঠায় রাশিয়া। ইউক্রেন সরকারের পাশাপাশি পশ্চিমা দেশগুলো রাশিয়ার এ পদক্ষেপের বিরোধিতা করলেও ক্রিমিয়ার জনগণ এতে সন্তোষ প্রকাশ করে।

Spread the love