শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ইচ্ছে করে হিমু হতে, কিন্তু চাইলেতো পারি না’

Himuপ্রয়াত দেশ সেরা কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন বলেছেন, আমারও ইচ্ছে করে হিমু হয়ে যেতে। কিন্তু চাইলেতো পারি না। কারণ জানাতে গিয়ে তিনি বলেন, হিমুদের কোনো পিছুটান নেই। আমারতো পিছুটান আছে। আমার ২টি সন্তান এবং তার কিছু স্বপ্ন বাস্তবায়ন না করে আমি এ চরিত্রের মতো জীবনযাপন করতে পারি না। একটা চরিত্রকে হৃদয়ে ধারণ করার জন্য হিমু ভালো চরিত্র। তবে হিমু হওয়া সহজ নয়। তিনি আরো বলেন, অনেকেই হিমু হতে চায় কিন্তু চাইলে তা পারা যায় না। প্রত্যেক মানুষেরতো পিছুটান আছে। কিন্তু হিমুর পিছুটান নেই। হুমায়ূনের মৃত্যুর পর আমার ইচ্ছে করে হিমু হয়ে যেতে। হিমু হতে হলে যেটা করতে হয় জাগতিক সমস্ত চাহিদা, সমস্ত বোধ, আনন্দ, দুঃখ এগুলো বাদ দিতে হয়। হিমুদের কোনো পিছুটান নেই। কিন্তু আমার দু’সন্তান, হুমায়ূনের স্বপ্নগুলো বাস্তবায়ন, আমার পরিবার…। আজ শনিবার ছিল হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী। এউপলক্ষে গাজীপুর নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

Spread the love