শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইডেন টেস্টে বাংলাদেশ দলে আসছে পরিবর্তন

প্রথমবার দিবারাত্রির টেস্ট খেলতে নামছে বাংলাদেশ ও ভারত। শুক্রবার (২২ নভেম্বর) ইডেন গার্ডেন্সে শুরু হবে এ দুই দলের গোলাপি বলের লড়াই। এ লড়াইয়ে এক পরিবর্তন নিয়ে বাংলাদেশ মাঠে নামবে বলে জানা গেছে। 

ইন্দোরে সিরিজের প্রথম টেস্টে তিনদিনেই হেরেছে বাংলাদেশ। ম্যাচে দলের বোলার ও ব্যাটসম্যানরা কেউই পারফরম করতে পারেনি। এছাড়া ম্যাচের একাদশ নিয়েও সমালোচনার মুখে পড়তে হয়েছে টিম ম্যানেজমেন্টকে।

ইন্দোরে ভারত যেখানে তিন পেসার নিয়ে দল সাজিয়েছে, সেখানে বাংলাদেশ খেলিয়েছে দুই পেসার। তবে ইডেনে তিন পেসার নিয়ে খেলতে যাচ্ছে বাংলাদেশ। ফ্লাডলাইটের আলোতে গোলাপি বলে পেসাররা বাড়তি সুবিধা পাবে বলেই এক পেসার বেশি খেলাবে টাইগাররা। সূত্রমতে, বাড়তি পেসার হিসেবে একাদশে জায়গা পাচ্ছেন আল আমিন। তাকে জায়গা দিতে একাদশের বাইরে যেতে হচ্ছে তাইজুলকে। এছাড়া একাদশে আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

ইডেন টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিথুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, আল আমিন হোসেন, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী।

Spread the love