শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামিতে নিহত ৪০০ ছাড়িয়েছে

ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালুতে শুক্রবারের শক্তিশালী ভূমিকম্প ও সুনামির আঘাতে কমপক্ষে ৪০০ জন নিহত হয়েছে।

আজ শনিবার হাসপাতাল সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে।

নগরীতে ভূমিকম্পের প্রভাবে সকালে ১.৫ মিটার উঁচু ঢেউ আঘাত হানার পর তারা মারা যায়। পালুতে ৭.৫ তীব্রতার এ ভূমিকম্পে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে এবং স্থানীয়রা তাদের বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে চলে গেছে। ভূমিকম্পের ধ্বংসযজ্ঞের পর উুঁচ ঢেউ এলাকাটিতে আছড়ে পড়ে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পলা থেকে প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) দূরে। ভিডিও ফুটেজে পানির ঢেউয়ে বেশ কয়েকটি বড় ভবন ধসে পড়ার ও একটি বড় মসজিদের ভেতর পানি ঢুকে পড়তে দেখা গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে সর্বশেষ প্রচ- শক্তিশালী ভূমিকম্পটি স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার আগে ১০ কিলোমিটার গভীরে মধ্যাঞ্চলীয় সুলাওয়েসিতে আঘাত হেনেছে।

জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরোউ নুগরোহো এক বিবৃতিতে বলেন, ‘ভূমিকম্পে বহু ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। এ সময় ভীতসন্ত্রস্ত বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে আসেন।’

Spread the love