শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ইবোলা প্রতিরোধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

প্রাণঘাতী ইবোলা ভাইরাস চিহ্নিত করতে এবং প্রতিরোধে দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দর, স্থলবন্দর ও সীমান্ত এলাকায় কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত ১৬ অক্টোবর বিদেশ থেকে আগত সকলের স্বাস্থ্য পরীক্ষার জন্য বিমানবন্দর, নৌবন্দর ও স্থলবন্দরে মেডিক্যাল টিম নিয়োজিত রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ।
হাইকোর্টের দেওয়া রুলে ইবোলা ভাইরাসের সংক্রমণ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং জনস্বাস্থ্যের জন্য মানবিক সহায়তায় জাতিসংঘের তহবিল কেন সংগ্রহ করা হবে না, তা চানতে চাওয়া হয়েছে।

Spread the love