শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইমাম প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠান

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রশিদুল মান্নাফ কবীর বলেছেন, আর্থ-সামাজিক উন্নয়নে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামরা সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডে সম্পৃক্ত হবেন। প্রশিক্ষণ লব্ধ জ্ঞান দ্বীনি ইসলামের প্রচারের পাশাপাশি সমাজকে ভাল রাখতে নিজ নিজ এলাকায় কাজ করে যেতে হবে। ইসলামের প্রচার ও প্রসারের মাধ্যমে রাষ্ট্রের কল্যাণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইমাম প্রশিক্ষণ একাডেমী প্রতিষ্ঠা করেছিলেন। দুর্নীতি-অনিয়ম থেকে সতর্ক থাকার ব্যাপারে সমাজের সাধারণ মানুষদের সচেতন করতে আপনাদের অগ্রণী ভূমিকা থাকবে। ১৮ নভেম্বর সোমবার ইমাম প্রশিক্ষণ একাডেমীর আয়োজনে নিজস্ব মিলনায়তনে ৯৮৬তম দলের নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মাঝে সনদপত্র ও চিকিৎসা বাক্স বিতরণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। ইমাম প্রশিক্ষণ একাডেমীর উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ আকরাম আলী। স্বাগত বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমীর সহকারী পরিচালক মোঃ শামীম সিদ্দিক। প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাওঃ মোঃ আমিজার রহমান। মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় প্রশিক্ষক মাওঃ সাব্বির আহম্মেদ। প্রধান অতিথি দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মোঃ রশিদুল মান্নাফ কবীর রংপুর বিভাগের ৮ জেলা ও জয়পুরহাট জেলা থেকে আগত ১০৪ জন ইমাম ৪৫দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে তাদের হাতে সনদপত্র ও প্রাথমিক চিকিৎসা বাক্স তুলে দেন।

Spread the love