মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর: সর্বোচ্চ নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরোধমূলক অর্থনীতি শত্রুদের সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে বলে ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন নিষেধাজ্ঞা অকার্যকর। গত বৃহস্পতিবার রাজধানী তেহরানে বিশেষজ্ঞা পরিষদের সদস্য দের সঙ্গে এক বৈঠকে তিনি এসব মমত্মব্য করেন। আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেন, প্রতিরোধমূলক অর্থনীতি শত্রুদের নিষেধাজ্ঞ ও ষড়যন্ত্র ব্যর্থ করতে সক্ষম হবে। ইরানের বিরুদ্ধে মার্কিন নেতাদের নানা মৌখিক হুমকি থেকেই প্রমাণিত হয় তদের নিষেধাজ্ঞ কোনো কাজে আসেনি। তিনি বলেন, বর্তমানে ইরানের শত্রুরা বিশ্বে সবচেয়ে নিন্দিত। আন্তর্জাতিক অঙ্গনে সবাই মার্কিন সরকারকে হিংস্র, অপরাধী ও মানবাধিকার লংঘনকারী হিসেবে জানে এবং আমেরিকার ভেতরেও ভন্ড ও মিথ্যাবাদি সরকার হিসেবে পরিচিত। মার্কিন সরকারের প্রতি সেদেশের জনগণের আস্তা সর্বনিম্ন পর্যায়ে বলে তিনি মন্তব্য করেন।

Spread the love