শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে সন্ত্রাস জঙ্গীবাদ মাদক প্রতিরোধে মত বিনিময় সভা অনুষ্ঠিত

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয় আয়োজিত ১৪ আগস্ট হতে ২০ আগষ্ট পর্যন্ত দিনাজপুর জেলার প্রতিটি উপজেলায় সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক প্রতিরোধ বিষয়ক কার্যক্রম সম্পর্কে কর্মশালা, সম্মেলন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। “বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে শেখ হাসিনা সরকারের গৃহীত উদ্যোগ ও কর্মসূচী শীর্ষক আলোচনা সভায় জানানো হয় ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনে প্রধানমন্ত্রীর কনসেভট। বাংলাদেশে ১০১০টি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা কার্যক্রম, মসজিদ ভিত্তি শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আগ্রগতি প্রর্যালোচনা, ধর্মীয় সেক্টরে বর্তমান সরকারের ইসলামিক ফাউন্ডেশনের উন্নয়ন কার্যক্রম আলোচনা করা হয়। এছাড়া বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু’র ৪৩ তম শাহাদৎ বার্ষিকী বিষয়ে আলোচনা করা হয়। ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর এর উপ-পরিচালক সৈয়দ মোঃ আবু তাহেরের সভাপতিত্বে আলোচনা করেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মোঃ আকরাম হোসেন। আলিয়া নেসাব ঢাকার মোঃ মোবাররক হোসেন, কাওমী নেসাব ঢাকা’র মোঃ রবিউল ইসলাম, ঢাকার ফির্র্ল্ড সুপার ভাইজার মোঃ ছাবিরুল ইসলাম, ঘাসিপাড়া বটগাছ জামে মসজিদের খতিব রফিকুল্লাহ মাজহারী, ইমাম প্রশিক্ষন একাডেমী’র উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ইসলামকি ফাউন্ডেশনের সহকারী পরিচালক রুস্তম আলী। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ফির্ল্ড সুপার ভাইজার মোঃ মেহের আল।

Spread the love