শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ইসলামের শিক্ষা আদর্শ ও মুল্যবোধের প্রচার ও প্রসারে ইমামরা দেশে গুরুত্বপুর্ন ভুমিকা রাখছে-প্রফেসর আলাউদ্দীন মিয়া

দিনাজপুর প্রতিনিধি: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড দিনাজপুর এর চেয়ারম্যান প্রফেসর মোঃ আলাউদ্দীন মিয়া বলেছেন, ইসলামের শিক্ষা আদর্শ ও মুল্যবোধের প্রচার ও প্রসারে ইমামরা দেশে গুরুত্বপুর্ন ভুমিকা রাখছে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগাতে পারলে এদেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব হবে। অবক্ষয়মুক্ত সমাজ গড়তে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের ভুমিকা অপরীসিম।

গতকাল বুধবার ইমাম প্রশিক্ষণ একাডেমী আয়োজিত নিজস্ব মিলনায়তনে নিয়মিত ৭৭৪তম দলের প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইমাম প্রশিক্ষণ  একাডেমীর উপ-পরিচালক মোঃ শাহজাহান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক শামীম সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মীয় প্রশিক্ষক মোঃ রফিকুল ইসলাম। প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের পক্ষে বক্তব্য রাখেন মাওঃ শাহাদাত হোসেন ও মাওলানা মোঃ তাজুল ইসলাম। সমাপনী  ও সনদ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর মোঃ আলাউদ্দীন মিয়া ৪৫ দিন ব্যাপী ৯ জেলা হতে আগত ১০০ জন ইমামদের মাঝে সনদপত্র ও প্রাথমিক চিকিৎসা বক্স বিতরণ করেন। সভা পরিচালনা করেন ডাঃ শেখ মোঃ শহিদ সোহয়াওয়ার্দী।

Spread the love