শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের দ্বিতীয় দিনে মিরপুর চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়

ঈদুল আজহার দ্বিতীয় দিন মঙ্গলবার সকাল ৮টা থেকেই সব বয়সী মানুষের পদচারণায় মুখরিত হয়েছে উঠেছে দর্শনার্থীদের কাছে জনপ্রিয় রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র জাতীয় চিড়িয়াখানা। 

ঈদের ছুটিতে অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোর মতো রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল নেমেছে। লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিটে কেটে প্রবেশসহ ভেতরের প্রতিটি খাঁচার সামনে প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে। চিড়িয়াখানায় আগত এক ব্যবসায়ী দর্শনার্থী জানান, কাজের কারণে সময়-সুযোগ করে আসা যায় না। তাই ঈদের ছুটিতে বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছি। পুরো চিড়িয়াখানা ঘুরে দেখেছি। বাচ্চারা সবাই খুশি। 

এদিকে, দর্শনার্থীদের নির্বিঘ্নে ঘোরাঘুরি নিশ্চিত করতে ঈদ উপলক্ষে চিড়িয়াখানায় পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন চিড়িয়াখানার কিউরেটর নজরুল ইসলাম। তিনি বলেন, ট্যুরিস্ট পুলিশ, র‌্যাব, আনসার, পোশাকধারী পুলিশ ও চিড়িয়াখানার নিজস্ব নিরাপত্তা সদস্যরা তাদের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। 

জাতীয় চিড়িয়াখানায় বর্তমানে ১৩৭ প্রজাতির ২৭৬২টি প্রাণি রয়েছে। এদের মধ্যে হরিণ, বাঘ, চিতা বাঘ, বানর, ভাল্লুক, সিংহ, হাতি, জলহস্তী, গণ্ডার, ঘোড়া, জিরাফ, জেব্রা, মায়া হরিণ, সাদা হংস, উট, বানর, বনগরু, শিয়াল, অজগর, ময়ূর, কাকাতুয়া, উটপাখি, প্যাঁচা, হুতুমপ্যাঁচা, টিয়া ও ময়না উল্লেখযোগ্য। 

Spread the love