শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদ-উল-আযহা উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি ৬ দিন বন্ধ

মো. আব্দুল আজিজ, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি॥ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সোমবার থেকে টানা ৬ দিন বাংলাদেশ ও ভারতের মাঝে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আমদানি-রপ্তানিকারক গ্রুপ।

তবে এসময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। এদিকে সরকারী ছুটির দিন ব্যতিত হিলি স্থলশুল্ক স্টেশন ও বন্দরের কার্যক্রম খোলা থাকবে বলে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আব্দুস সবুর মিয়া জানায়।

জানা গেছে, সোমবার ২০ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকবে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশিদ হারুন জানান, মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষে সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক আগামী ২০ আগষ্ট থেকে ২৫ আগষ্ট পর্যন্ত এ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ২৬ আগস্ট থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি রফতানি বাণিজ্য শুরু হবে।

আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মাঝে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।

Spread the love