শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উইসকনসিনে পুনর্গণনায় ভোট বাড়ল বাইডেনের

ট্রাম্প শিবিরের দাবির পরিপ্রেক্ষিতে উইনকনসিনে ভোট পুনর্গণনার পর উল্টো ভোট বেড়েছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের।   রাজ্যটির সবচেয়ে বড় কাউন্টি মিলাউকিতে ভোট পুনর্গণনার ফলাফলে দেখা যায় ট্রাম্পের চেয়ে ১৩২ ভোট বেশি পেয়েছেন বাইডেন। পুনর্গণনায় বাইডেনের আগের ভোটের সঙ্গে ২৫৭ ভোট এবং ট্রাম্পের ১২৫ ভোট যোগ করা হয়। এতে ফের হতাশার খবরই পেল ট্রাম্প শিবির। এই কাউন্টিতে মোট ৪ লাখ ৬০ হাজার ভোট পুনর্গণনা হয়। এদিকে পুনর্গণনায় বাইডেনের ভোট বেড়ে যাওয়ার বিষয়ে এক টুইট বার্তায় ট্রাম্প জানিয়েছে, উইসকনসিনে গণনার ভুল ধরার জন্য ভোট পুনর্গণনা করা হয়নি, হয়েছে অবৈধ ভোট খুঁজে বের করার জন্য। সেই সঙ্গে তিনি দাবি করেন অনেক অবৈধ ভোট ট্রাম্প শিবির খুঁজে পেয়েছে।

Spread the love