শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

উত্তর কোরিয়ার আটক নৌকা ফেরত পাঠাল দক্ষিণ কোরিয়া

3-Photo উত্তর কোরিয়ার একটি মাছ ধরার নৌকা ফেরত পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া। আটক নৌকাটির জেলেরা তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর অনুরোধ করার পর গতকাল শুক্রবার এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে সিউল জানায়। গত বৃহস্পতিবার রাতে তিন জেলেসহ নৌকাটিকে পীত সাগরের বিতর্কিত সীমান্ত এলাকা থেকে আটক করা হয়। দক্ষিণ কোরিয়ার একটি নৌজাহাজ থেকে সতর্কতামূলক গুলি করার পরও নৌকাটি ফিরে যেতে অস্বীকার করার পর এটিকে আটক করা হয়।

আটকের পর রাতে জেলেদের জিজ্ঞাসাবাদ ও নৌকাটি তল্লাশি চালিয়ে দেখা যায়, এটির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণে গুলি করা সত্ত্বেও নৌকাটি উত্তরের পানিসীমার দিকে ফিরে যেতে পারছিল না। শুক্রবার ভোরে উত্তর কোরিয়ার নৌবাহিনীর একটি জাহাজের তত্ত্বাবধানে মাছ ধরার নৌকাটি ছেড়ে দেয়া হয়। হস্তান্তরের সময় দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর কর্মকর্তারা তাদের উত্তর কোরিয় সমকক্ষদের জানান, নৌকাটির জেলেদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এটি আটক করা হয়েছিল। এর আগে জিজ্ঞাসাবাদে নৌকাটির তিন আরোহী জানান, উত্তরের পক্ষত্যাগ করে দক্ষিণ কোরিয়ায় চলে যাওয়ার কোনো ইচ্ছে তাদের নেই। পীত সাগরের যে পানিসীমা থেকে নৌকাটি আটক করা হয় সেখানে ১৯৯৯, ২০০২ ও ২০০৯ সালে দুই কোরিয়ার মধ্যে তিনবার সংক্ষিপ্ত যুদ্ধ হয়। তবে উত্তর কোরিয়া সেখানকার চিহ্নিত সীমানাকে স্বীকৃতি দেয়নি এবং প্রায়ই দেশটির নৌজাহাজগুলো ওই পানিসীমা লঙ্ঘন করে।

Spread the love