শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

উন্নত দেশের স্বপ্ন পুরণে মুক্তিযোদ্ধাদের প্রস্তুত থাকতে হবে-হুইপ ইকবালুুর রহিম এমপি

সাহেব, দিনাজপুর ঃ জাতীয় সংসদের হুইপ ইকবালুুর রহিম এমপি উন্নয়শীল বাংলাদেশকে উন্নত দেশে পরিনত করতে মুক্তিযোদ্ধাদের প্রস্তুত থাকার আহবান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এদেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখি সমৃদ্ধি বাংলাদেশ গড়ার লড়াই করছেন। এ লড়াইয়ের বাঁধা হয়ে দাড়িয়েছেন বিএনপি, জামায়াত, শিবিরসহ স্বাধীনতা বিরোধীরা। তিনি বলেন, যে স্বপ্ন পূরণে মুক্তিযোদ্ধারা পাক্ হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে অবর্তীর্ণ হয়েছিল নি¤œ মধ্য আয়ের দেশে উত্তরণে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। উন্নত দেশের স্বপ্ন পুরণে মুক্তিযোদ্ধাদের প্রস্তুত থাকতে হবে।
হুইপ ইকবালুর রহিম ২৬ মার্চ মঙ্গলবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন আয়োজিত বন্ধন কমিউনিটি সেন্টারে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাড. জাকিয়া তাবাসসুম জুঁই, দিনাজপুর পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, সাবেক এমপি এ্যাড.আব্দুল লতিফ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরুজুল ইসলাম ফিরোজ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার লোকমান হাকিম, মুক্তিযোদ্ধা মোকাদ্দেস হোসেন। এরপূর্বে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী জানান হুইপ ইকবালুর রহিম এমপি। এ ছাড়া চেহেলীগাজী, মহারাজা গিরিজানাথ স্কুল, পুলিশ লাইন প্রাঙ্গনে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন। এর আগে সকাল সাড়ে ৮টায় জেলা আওয়ামীলীগের র‌্যালী শহর প্রদক্ষিণ করে।

Spread the love