শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে-খালিদ মাহমুদ চৌধুরী এমপি

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন,বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট, রেল সংস্কার, বিদ্যুৎ উন্নয়ন সহ দেশের সর্বক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধনের মাধ্যমে বাংলাদেশকে একটি রোল মডেল দেশে পরিনত করেছেন।এমপি বলেন ১৯৬৯ সালে এ দেশের মানুষ বঙ্গবন্ধুকে ম্যান্ডেড দেয়ার পর বঙ্গবন্ধু আওয়ামীলীগকে সাথে নিয়ে এদেশের মানুষকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু বলেছিলেন আমরা স্বাধীনতা অর্জন করেছি ঠিকই কিন্তু আমরা অর্থনৈতিক মুক্তি অর্জন করতে পারিনি। বঙ্গবন্ধু বলেন অর্থনৈতিক মুক্তি ছাড়া স্বাধীনতার সঠিক সাধ পাওয়া সম্ভবনয় । তাই তিনি সেসময় অর্থনৈতিক মুক্তির ডাক দিয়েছিলেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যার পর স্বাধীনতার পরাজিত শক্তিরা এদেশে জাগিতগ বিভেদ সৃষ্টি ও যুদ্ধাপরাধীদের এদেশে রাজনীতি করার সুযোগ দেয়ার মাধ্যমে দেশের স্বাধীনতাকে কলুষিত করার পাশাপাশি এদেশকে পরাধীনতার শিকলে আবদ্ধ করার ষড়যন্ত্র করেছে। এমপি বলেন বর্তমান সরকার গত ৫বছরে দেশে যে উন্নয়ন সাধন করেছে অতীতে আর কোন রাজনৈতিক দল এত উন্নয় করতে পারেনি। এমপি এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী ১১তম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হানিার হাতকে শক্তিশালী করার আহবান জানান।  ১৩ জানুয়ারী শনিবার সন্ধায় সেতাবগঞ্জ বড় মাঠে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত উন্নয়ন মোলা ২০১৮ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এ কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার সারওয়ার মোর্শেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, সেতাবগঞ্জ পৌরসভার মোয়র মোঃ আব্দুস সবুর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফসার আলী প্রমুখ। এছাড়াও রাত সাড়ে ৮টায় উপজেলার ৪নং-আটগাও ইউনিয়নের মনিপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোতিা পুরসকার বিতরণ ও দলিল হসতান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে রাত সাড়ে ৯টায় এমপি তুলাই অটোরাইস মিলের উদ্বোধন ঘোষনা করেন। এসময় উপজেলা আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Spread the love