শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

উপজেলা নির্বাচন বীরগঞ্জে চেয়ারম্যান পদে ত্রিমুখী লড়াই

বীরগঞ্জ দিনাজপুর থেকে বিকাশ ঘোষ : বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ এর ভোট গ্রহণ ১৮ মার্চ। দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক এমপি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম (নৌকা প্রতীক) , আওয়ামী লীগের বিদ্রোহী ( স্বতন্ত্র) চেয়ারম্যান পদপ্রার্থী আখতারুল ইসলাম চৌধুরী বাবুল ( আনারস প্রতীক) , স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান দীনেশ চন্দ্র মহন্ত ( দোয়াত কলম প্রতীক) , জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল মান্নান ( নাঙ্গল প্রতীক) নিয়ে নির্বাচনী এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। তবে ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোটের মাঠে এবার চেয়ারম্যান পদে চারজন প্রার্থী থাকলেও মূলত নৌকা, আনারস, দোয়াত কলম প্রতীকের প্রার্থীদের মধ্যে ত্রিমুখী লড়াই হচ্ছে। এই তিনজনের মধ্যে কে হবেন উপজেলা চেয়ারম্যান, তা এখনও বোঝা যাচ্ছে না। অপেক্ষা করতে হবে ভোট পর্যন্ত। মোট ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত বীরগঞ্জ উপজেলা এলাকায় মোট ভোটার রয়েছে ২ লাখ ৩০ হাজার ১১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৫ হাজার ৫৮৪ জন ও নারী ভোটার রয়েছে ১ লাখ ১৪ হাজার ৫২৮ জন।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আমিনুল ইসলাম একাধিকবার উপজেলা চেয়ারম্যান ছিলেন। এবং সাবেক এমপি ছিলেন তিনি। একারণে আওয়ামী লীগ নেতার এলাকায় ব্যাপক পরিচিতি থাকায় উপজেলার প্রায় সব এলাকাতেই তার সমর্থক রয়েছে। এছাড়া প্রতীক হিসেবে নৌকা পাওয়ায় এবারের নির্বাচনে সুবিধাজনক অবস্থানে রয়েছেন তিনি।

Spread the love