বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উপজেলা পরিষদ নির্বাচনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে পুলিশী বাঁধা

মোঃ ফরহাদ রহমান খোকন ুিদনাজপুর প্রতিনিধি ঃ সারাদেশের ন্যায় ১৮ মার্চ সোমবার ২য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে দিনাজপুর শহর থেকে ইলেকট্রিক ও প্রিন্টি মিডিয়ার ৭/৮ জনের একটি সাংবাদিক টীম ৪টি মোটরসাইকেল নিয়ে পেশাগত দায়িত্ব পালনের জন্য সকাল প্রায় সাড়ে ৮টায় দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় যায় । সাংবাদিকরা বোচাগঞ্জ থানার প্রধান ফটকের পার্শ্বে তাদের ব্যবহৃত ৪টি মোটর সাইকেল রেখে সেতাবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রবেশ করে নির্বাচনের ভোটাধিকার প্রয়োগের খোঁজ খবর নেয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমিন এক মাইক্রো ভর্তি পুলিশ ফোর্স নিয়ে কেন্দ্রে কাছে এসেই আকস্মিকভাবে খোলা থাকা খাবারের বিভিন্ন দোকান জোরপূর্বক বন্ধ কওে দেয়। এরপর থানার ফটকের পাশে এসে নির্বাচনী অফিসের পর্যবেক্ষকের অনুমতি পত্র (স্টীকার) মোটর সাইকেলে লাগানো থাকলেও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমিনের নির্দেশে জনৈক পুলিশ কনেস্টবল তার হাতে থাকা ধাঁরালো শিক দিয়ে মোটর সাইকেলের সামনের ও পিছনের ২টি চাকা টায়ার-টিউব ফুঁটো করে। এ বিষয় সাংবাদিকরা প্রতিবাদ করলে পুলিশ কর্মকর্তা রুহুল আমিন কোন প্রতি উত্তর না দিয়ে তার সঙ্গীয় ফোর্সদের নিয়ে স্থান ত্যাগ করে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মুঠোফোনের মাধ্যমে দিনাজপুর পুলিশ সুপারকে মৌখিক ভাবে অভিযোগ করা হলে তিনি ব্যবস্থা নেবেন বলে জানান। এই ঘটনা এলাকার অনেক লোকজন প্রত্যক্ষ করেছেন। পুলিশ কর্মকর্তা রুহুল আমিনের এহেন অশভোনীয় কর্মকান্ডে সাংবাদিকদের নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্ব পালনে নানা সমস্যার সৃষ্টি হয় এবং ভোট কেন্দ্রে আসা ভোটাররা পুলিশের এই অদ্ভুত আচরণ দেখে হতবাক ও বিশ্মত হয়েছেন। পুলিশের এরকম আচরনে এক বিবৃতিতে দিনাজপুর রুর‌্যাল জানালিস্ট ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ ফারুক হোসেন ও সাধারন সম্পাদক ফরহাদ হোসেন খোকন তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন।

Spread the love