শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

উপাচার্যের সাথে ফলপ্রসূ আলোচনার পর কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত শিক্ষকদের

হাবিপ্রবি, দিনাজপুর: উপাচার্যের সাথে আলোচনার পর কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষকেগণ। আজ সকালে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মু.আবুল কাসেম এর সাথে কর্মবিরতিতে থাকা শিক্ষকদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার এর নেতৃত্বে অংশগ্রহণ করেন প্রফেসর ড. ফাহিমা খানম, প্রফেসর ড. শ্রীপতি সিকদার, প্রফেসর ড. খালেদ হোসেন, প্রফেসর ড. মাহবুব হোসেন, প্রফেসর ড. ইমরান পারভেজ ও ড. মোঃ রাশেদুল ইসলাম। সভায় আলোচনার মাধ্যমে মাননীয় উপাচার্যের সাথে যেসব ভুল বুঝাবুঝি ছিলো সেগুলো সমাধান হয়েছে। উক্ত সভায় বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো: ফজলুল হক কে রেজিস্ট্রারের দায়িত্বে পুনঃবহালের জন্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। এ সময় উপাচার্য মহোদয় বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করেন।

Spread the love