শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উলিপুরে ইভটিজারকে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ১ মাসের কারাদন্ড

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ইভটিজিং করার অপরাধে মাসুদ রানা (২৪) নামের এক বখাটে কে ১ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম এ কারাদন্ডের আদেশ দেন।

জানা গেছে, আজ বুধবার সকালে পৌরসভার রামদাস ধনীরাম তেতুলতলা গ্রামের আব্দুল লতিফ মিয়ার পুত্র মাসুদ রানা ওই গ্রামের জনৈক ব্যক্তির মেয়েকে তার কর্মস্থল ব্রাক অফিসে আসার পথে লম্পট মাসুদ রানা পথরোধ করে কুপ্রস্তাব দেয়।

পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভ্রাম্যমান আদালত ১ মাসের কারাদন্ড প্রদান করায় তাকে কুড়িগ্রাম জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

Spread the love