শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

উলিপুরে তালবীজ রোপন কর্মসূচি

কুড়িগ্রাম প্রতিনিধি : ‘একটি করে গাছ লাগাই, স্বাস্থ্য ও পরিবেশ বাঁচাই’, স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে তালবীজ রোপন কর্মসূচি-২০১৮ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০ টায় অরণ্য এর আয়োজনে মাতৃছায়া কিন্ডারগার্টেনের সহযোগিতায় স্কুল মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, প্রধান শিক্ষক কাঞ্চন বর্মন। প্রধান ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা ও উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গুনাইগাছ ইউপি সদস্য আব্দুস ছাত্তার, প্রতিষ্ঠানের পরিচালক নূর আমিন, উলিপুর গণ কমিটির সভাপতি আপন আলমগীর, কুড়িগ্রাম গণ কমিটির সদস্য অনিকেত মাছুম, সংগঠনের সাধারণ সম্পাদক জরিফ উদ্দিন প্রমূখ। পরে মিঠিপর বাজার থেকে সাতদরগাহ্ বাজারগামী রাস্তায় ১’শ ৫০ টি তালবীজ রোপন করা হয়।

Spread the love