বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উলিপুরে সহিংসতা না করার শপথ করলেন রাজনৈতিক নেতৃবৃন্দ

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে সহিংসতা প্রতিরোধ ও শান্তি-সম্প্রীতির লক্ষ্যে রাজনৈতিক নেতৃবৃন্দ হাত উঠিয়ে শপথ নিলেন। সোমবার (১৮ জুন) দুপুরে পিস প্রেসার গ্রুপ এর আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় উলিপুর বণিক সমিতি সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুজন সভাপতি সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা। দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সভাপতি হায়দার আলী মিঞা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক এম এ মতিন, উলিপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ দেবব্রত রায়, এনজিও এসো দেশ গড়ি’র প্রধান নির্বাহী সহকারী অধ্যাপক ফিরোজ আলম, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরদার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুরুজ্জামান সরকার, বাসদের সমন্বয়ক সাঈদ আকতার আমিন, সিপিবি’র সম্পাদক কমরেড দেলওয়ার হোসেন । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দেওয়ান নূরে সাবা স্টার, উলিপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মন্ডল দুলু, সুজন সম্পাদক নূরে আলম সিদ্দিক, থেতরাই ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকারসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগন। বক্তরা আগামীতে স্থানীয় সরকারের নির্বাচনসহ জাতীয় নির্বাচনে সহিংসতা না করার অঙ্গীকার করেন।

Spread the love