শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে হাতিয়া গণহত্যা দিবস পালিত হয়েছে।

বুধবার সকালে দি বেস্ট মডেল একাডেমি চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আমিনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ এমডি ফয়জার রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন, দি বেস্ট মডেল একাডেমির প্রধান পৃষ্টপোষক কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম, উলিপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, হাতিয়া ইউপি  চেয়ারম্যান বি.এম আবুল হোসেন, হাতিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মিজানুর রহমান, হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাইখুল ইসলাম নয়া প্রমূখ। 

Spread the love