বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উৎসবমূখর পরিবেশে চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর সদর উপজেলার চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন-২০১৯ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। নির্বাচনে ১৩৪০ জন ভোটার মধ্যে প্রায় ১১শ’ ভোটার ভোট প্রদান করেন।

নির্বাচনে অভিভাবক সদস্যের ৪টি পদের বিপরিতে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন-মো. আনিসুর রহমান, মো. খাইরুল ইসলাম, এএসএম জাকারিয়া, মো. মাহফুজার রহমান, মো. শামিম হাসান, মো. সাইফুল ইসলাম, মো. সাইম মিস্টার ও মো. সাদেকুল ইসলাম।

ভোট গণনা শেষ রাত ৯টার দিকে ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রিজাইডিং অফিসার ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল হক প্রধান। 

নির্বাচনে চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল হক প্রধান। সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, শিক্ষা অফিসের কর্মকর্তা নির্মল কুমার রায়, ইউআরসি মোস্তাফিজুর রহমান ও স্টাফ মো. আবু বকর সিদ্দিক।

চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান জানান, ১১ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটি গঠিত হবে। এর মধ্যে ৪ জন অভিভাবক সদস্য, একজন সংরক্ষিত মহিলা সদস্য (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), একজন দাতা সদস্য, একজন মহিলাসহ ৩ জন শিক্ষক প্রতিনিধি হবেন। এই ৯ জন সদস্য মিলে একজনকে সভাপতি নির্বাচিত করবেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকার বলে সচিব নির্বাচিত হবেন। এছাড়া কমিটির এই ১১ সদস্যগণ একজনকে বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত করবেন বলে জানান প্রধান শিক্ষক মিজানুর রহমান।

দিনাজপুর শিশু একাডেমির উদ্যোগে মহান বিজয় দিবস-২০১৯ উপলক্ষে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত

জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ মহান বিজয় দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা শাখার আয়োজনে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

১৫ ডিসেম্বর রোববার দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে মহান বিজয় দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা শাখার আয়োজনে সকাল ১১টায় শিশুদের চিত্রাংকন, দুপুর ১২ টায় শিশুদের মুক্তিযুদ্ধ/দেশের গান, শিশুদের দেশাত্মবোধক নৃত্য, শিশুদের বিজয়ের ছড়া পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা শাখার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল আলম জানান, ১৬ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

Spread the love