শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

এই চলে যাওয়ায় যেন শুন্যতার সৃষ্টি না হয়

মো. আব্দুর রাজ্জাক : মানব সেবা হচ্ছে মহান ধর্ম। আর সেই সেবা ব্রত নিয়ে কাজ করলে সমাজের অনেক কিছু বদলে দেওয়া যায়। প্রয়োজন শুধু দৃষ্টি ভঙ্গির পরিবর্তন । সেটি প্রমান করেছেন বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাহামুদুল হাসান (পলাশ)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল চিকিৎসকসহ সকল কর্মকর্তা এবং কর্মচারীদের অকান্ত পরিশ্রমের ফসল হিসেবে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন বাংলাদেশের একটি মডেল হাসপাতাল স্বীকৃতি পেয়েছে। তাদের এই অবদানকে বীরগঞ্জ বাসী শ্রদ্ধা ভরে স্মরণ করে। এ ক্ষেত্রে সকলের পাশাপাশি এলাকার সন্তান হিসেবে ডাঃ মাহামুদুল হাসান পলাশের অবদান গর্ববোধ করে বীরগঞ্জের মানুষ । ডাঃ মাহামুদুল হাসান (পলাশ) পদোন্নতি পেয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পদায়ন হয়েছেন । তার এই পদায়নে বীরগঞ্জ উপজেলায় হতাশার ছায়া নেমে এসেছে। শংকা প্রকাশ করছেন বিগত দিনগুলির মত সেবা প্রাপ্তির ক্ষেত্রে। তাই শংকিত মানুষগুলির প্রত্যাশা এই চলে যাওয়া যেন শুন্যতার সৃষ্টি না হয়। আমরা যেন তার শুন্যতা অনুভব না করি। অদৃশ্য ভাবেই হোক না কেন তার সেবা প্রদানের ব্যপ্তি যেন আমাদের উপজেলাকে স্পর্শ করে।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসা সেবার মান বৃদ্ধিতে তার অবদানকে বীরগঞ্জ বাসী আজীবন মনে রাখবে । খুব দ্রুত সময়ে আবার ফিরে আসার দাবি জানিয়েছে উপজেলার হতাশাগ্রস্থ মানুষগুলি। সাধারণ মানুষের প্রত্যাশা পুরণে সরকার সঠিক সিদ্ধান্ত নিবে বলে আশা করছি।

Spread the love