বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

একটি জাতির মাপকাঠি হলো তার সংস্কৃতি

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ চিরিরবন্দর উপজেলার ৬নং অমরপুর ইউনিয়নে আলহেরা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের জন্য মিলাদ ও দোয়া মাহফিল, নবীন বরণ, পিইসি ও জেএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিরতণী অনুষ্ঠিত হয়েছে।
২৫ জানুয়ারী বৃহস্পতিবার আলহেরা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম শাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার সুবাস চন্দ্র অধিকারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মঞ্জুরুল হক, পার্বতীপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, চিরিরবন্দর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোসাদ্দেক হোসেন। স্বাগত বক্তব্য রাখেন আলহেরা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোজাম্মেল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল সুলতান মাহমুদ, আব্দুল রাকিব সরকার, ওবায়দুল হক বাদল, শ্যামলী চক্রবর্তী, মতিউর রহমান, ছাত্র মোঃ মিরতাহুল মিল্লাত। প্রধান অতিথি বলেন, একটি জাতির মাপকাটি হলো তার সংস্কৃতিক। এই বিদ্যালয়ের পরিবেশ-সংস্কৃতি তুলে ধরবে বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা। সামাজিক অবক্ষয়কে প্রতিরোধ করতে আমাদের সন্তানদের সুশিক্ষা শিক্ষিক তরতে হবে। এর জন্য চাই ভালো অভিভাবক, ভালো শিক্ষক এবং ভালো শিক্ষা প্রতিষ্ঠান। সভাপতির বক্তব্যে আলহাজ্ব রফিকুল ইসলাম শাহ বলেন, সন্তানদের স্কুলে পাঠিয়ে বসে থাকলে হবে না। অভিভাবকদের প্রতিনিয়ত বিদ্যালয়ের এসে সন্তানদের খোঁজ খবর নিতে হবে। মনে রাখবেন শিক্ষক, অভিভাব ও শিক্ষা প্রতিষ্ঠানই পারে মেধাবী শিক্ষার্থী গড়ে তুলতে। আমাদের স্বপ্ন হবে, স্বপ্ন বাস্তবায়নের স্বপ্ন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন শিক্ষিতা নাজমুল আকতার।

Spread the love