শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

একমাত্র খেলাধূলাই পারে অবক্ষয় মুক্ত সমাজ গড়তে-দিনাজপুর জেলা প্রশাসক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বলেছেন, একমাত্র খেলাধূলাই পারে অবক্ষয় মুক্ত সমাজ গড়তে। খেলাধূলা করলে শরীর সুস্থ্য ও মন পবিত্র থাকে। জাতি গঠনে খেলাধূলার বিকল্প নেই।

গতকাল শনিবার দিনজপুর জিমন্যসিয়াম ভবনে মেসার্স মৌলভী ব্রাদার্স এর সহযোগীতায় ৭দিন ব্যাপী আন্তঃ জিমন্যসিয়াম ব্যাডমিন্টান লীগের বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ কারতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ব্যাডমিন্টান লীগে দুটি গ্রুপে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ‘ক’ গ্রুপে চ্যাম্পিয়ান হন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী ও মোঃ আজাহার আলী। রানার্স আপ হন পুলিশ সুপার সারওয়ার মুর্শেদ শামীম ও জেলা পরিষদের প্রধান নির্বাহী সতেন্দ্র কুমার সরকার। ‘খ’ গ্রুপে চ্যাম্পিয়ান হন মোঃ হারুন-আল-রশিদ মুন ও মোঃ রফিকুল ইসলাম। রানার্সআপ হন মোঃ জাহেদুর রহমান ও এমদাদুল হক সজীব। খেলা পরিচালনা করেন সাজেদুর রহমান শিলু ও নূরুননবী পলাশ। পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হামিদুল হক, মেসার্স মৌলভী ব্রাদার্স এর সত্বাধীকারী মোঃ শামীম কবীর। রানার্সআপ পুরুস্কার পেয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে পুলিশ সুপার সারওয়ার মুর্শেদ শামীম বলেন খেলাধূলা তরুনদের মানুষিকতার বিকাশ ঘটায়। জেলা পরিষদের প্রধান নির্বাহী সতেন্দ্র কুমার সরকার বলেন, একটি জাতীর সার্বিক পরিচয় ফুটে উঠে সেই দেশের খেলাধূলার সাফল্যতার উপরে। অনন্দঘন পরিবেশে প্রচুর দর্শক ব্যাডমিন্টন খেলা উপভোগ করে।

Spread the love