বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

একমাত্র শিক্ষাই পারে দেশের আর্থসামাজিক উন্নয়ন ঘটাতে-এমপি গোপাল।

MP Gopalডি রায় বাবুল-বীরগঞ্জ (দিনাজপুর) থেকেঃ বীরগঞ্জে কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের একাডেমীক ভবনের শুভ উদ্বোধন কালে দিনাজপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে হলে শিক্ষার কোন বিকল্প নাই। একমাত্র শিক্ষাই পাড়ে দেশের আর্থসামাজিক উন্নয়ন ঘটাতে। তাই জননেত্রী প্রধান মন্ত্রি শেখ হাসিনা শিক্ষাকে অধিকতর গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। সরকার শিক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ প্রদানের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নের লক্ষ্যে ছাত্র/ছাত্রীদের শিক্ষা নিশ্চিত করতে একাডেমীক ভবনসহ বিভিন্ন শ্রেণীর পাঠ দানের ভবন নির্মাণ কাজ সম্পন্ন করে যাচ্ছেন। দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে হলে সু-শিক্ষার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে হবে। তবেই আগামী দিনে বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তা প্রতিষ্ঠিত হবে। দেশ গঠনের জন্য প্রধান মন্ত্রি শেখ হাসিনার যে মহৎ উদ্দ্যোগ তা বাস্তবায়ন করতে হলে সকলকেই এগিয়ে আসতে হবে। গতকাল বিকেলে কবি নজরুল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজীত চার তলা বিশিষ্ট একাডেমীক ভবন উদ্বোধণী অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সভাপতি মনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু জাফর, উপজেলা মহলিা ভাইস চেয়ারম্যান সেলিনা আকতার, সুজালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোৰ নুরুল ইসলাম মাষ্টার, বীরগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ খায়রুল ইসলাম চৌধুরীসহ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষক/শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ। এর পর মাননীয় জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বীরগঞ্জ মুক্তিযোদ্ধা কমপে­ক্স ভবনের ছাদ ঢালাইয়ের কাজ পরিদর্শন করেন।

Spread the love