শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

একুশ আমার

একুশ আমার অধিকার আদায়ের সাধনা,

একুশ আমার প্রতিবাদী হওয়ার ঘোষণা।

একুশ আমার মায়ের ভাষা রক্ষার সূচনা,

একুশ আমার অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার উন্মাদনা।

একুশ আমার জাতিসত্তা সমুন্নত রাখার পরিকল্পনা,

একুশ আমার ভাইয়ের রক্তস্নাত রাজপথের আলপনা।

একুশ আমার স্বজন হারানোর বেদনা,

একুশ আমার শোকাহত মনের সান্তনা।

একুশ আমার সাংস্কৃতিক গতিধারা মোহনা,

একুশ আমার শহীদ স্মৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পনের ঠিকানা।

একুশ আমার উজ্জীবিত হওয়ার শাশ্বত চেতনা,

একুশ আমার সকল কর্মের সার্থক উদ্দীপনা।

একুশ আমার ভাষা শহীদদেরই দিকনির্দেশনা,

একুশ আমার মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা।

একুশ আমার সেই পশ্চিমা শাসক গোষ্ঠীর যন্ত্রণা,

একুশ আমার মুক্তি ও স্বাধীনাত অর্জনের মূল মন্ত্রণা।

একুশ আমার জীবন গড়ার সুপ্ত বাসনা,

একুশ আমার দেশ গড়ার দীপ্ত কামনা।

একুশ আমার বাক-স্বাধীনতার সমুজ্জ্বল প্রকাশনা,

একুশ আমার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সম্মাননা।

 

লেখক-মো. আমজাদ অালী।

Spread the love