বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

একুশ বছর পর আন্না অধিকারীর মঞ্চে নৃত্য পরিবেশন

জিন্নাত হোসেন : ঋতু প্ররিক্রমায় শীত চলে গেছে, এসেছে ঋতুরাজ বসন্ত। দিনাজপুর শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে নৃত্য বিতান এর বসন্ত উৎসবে মিলিত হয় শহরবাসী। বাসন্তি রঙের শাড়ী, হলুদ রঙের পাঞ্জাবী আর রঙ-বেরঙের ফুলের সাজসজ্জা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনকে নানা মাত্রিকতায় বর্ণিল করে তোলে। প্রিয়জনের সাথে আসা মানুষগুলো বসন্ত উৎসবে রোদেলা ভোরা বসন্ত গানে আন্না অধিকারীর নৃত্যের তালে তালে উৎসবে মেতে উঠে। দীর্ঘ একুশ বছর পর দিনাজপুরের নৃত্য গুরু স্বর্গীয় রাধাপদ অধিকারীর পুত্রবধু আন্না অধিকারী মঞ্চে নৃত্য পরিবেশন করে।

গতকাল সন্ধ্যায় দিনাজপুর শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে নৃত্য বিতান আয়োজিত বসন্ত উৎসবে পল্লব সরকারের পরিচালনায় ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওকি লাবন্য পূন্য প্রাণে। ব্রজো গপি খেলে হোলি, কবিতারে ভাগুনে কেটে যায় দিন, তুকি এসে আমার ফাগুন লাগালে, ঝুমঝুম কন্যা নাচোনা, ধিতাং ধিতাং মাদল বাজে, মহুয়ায় জমেছে আজ মহনগো, আকাশে বহিছে প্রেম নয়নে লাগিল নেশাসহ বিভিন্ন গানের সাথে নৃত্য পরিবেশন করে নৃত্য শিল্পীরা।

অনুষ্ঠানের শুরুতেই বসন্ত উৎসবে শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, উদিচি দিনাজপুর জেলা সংসদের সভাপতি আসাদুল্লার সরকার, দিনাজপুর মহিলা পরিষদের সভাপতি কানিজ রহমান প্রমুখ। শেষে স্বর্গীয় রাধাপদ অদিকারীর পত্রবধু আন্না অধিকারীকে ফুলেল শুভেচ্ছা জানান দিনাজপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ছবি সিনহা। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, মহিলা আওয়ামীলীগ নেত্রী আইরিন লতিফ, সদর উপজেলা যুব মহিলা লীগের আহবায়িকা রুখসানা গোল্ডেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Spread the love