শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

এক অদম্য অনুপ্রেরণা

বাদল কিস্কু। আমার প্রাইমারী স্কুলের ফ্রেন্ড। শেষ দেখা হয় ১৯৯৪ সালে। ২৪ বছর পর দেখা হল। এলাকায় অনেকদিন ধরে ছিল না। ভেবেছিলাম হয়ত কোথাও চাকুরি বা ব্যবসা করতেছে। কিন্তু সে আমাকে অবাক করে দিল!! শুনলাম তার জীবনযুদ্ধের গল্প। প্রাইমারি স্কুল শেষ করে দিনাজপুর সেন্ট ফিলিপ্স হাই স্কুলে ভর্তি হয়। সেখানে পড়তে পড়তে ঘটে এক দূর্ঘটনা। ফুটবল খেলতে গিয়ে জিহবা কাটা যায়। চিকিৎসার জন্য মিশিওনারী থেকে ভারতে পাঠায়। সেখানে এক বছর থেকে চিকিৎসা করে। এরপর দেশে ফিরে আসে। অসুস্থতার জন্য কয়েকটা বছর লস হয়। তবু সে আবার পড়া লেখা শুরু করে। এসএসসি এবং এইচএসসি পাশ করে নটর ডেম কলেজে ডিগ্রী আর্টস এ ভর্তি হয়। ডিগ্রী পাশ করে এখন সে কবিরাজ হাট মিশিওনারী স্কুলের হেড মাস্টার।

লেখক-ডা. মো. মাহামুদুল হাসান পলাশ।

আবাসিক মেডিকেল অফিসার।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

Spread the love