শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘এনকাউন্টার ইচ্ছাকৃত হয় না : ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘এনকাউন্টার ইচ্ছাকৃত হয় না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে গেলে সেখানে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন। অনেক সময় নাশকতাকারী বা অপরাধীরা তাদের ওপর হামলা চালায়। তখন আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি চালাতে বাধ্য হন। এ ধরনের পরিস্থিতি যখনই আসবে, তখনই এ ধরনের ঘটনা ঘটবে।’

বুধবার দুপুর সোয়া ১২টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, চলমান সহিংসতা কমে এসেছে দাবি করে তিনি বলেন, ‘আমি বলেছিলাম, এক সপ্তাহের মধ্যে সহিংসতা কমে আসবে। সহিংসতা কমে এসেছে, আপনারা দেখছেন। আগামীতে সহিংসতা আরো কমে যাবে বলেও আমি আশা করছি। আইনের ঊর্ধ্বে কেউ নয়। যারা অপরাধ করবে, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।’

সহিংসতা ও নাশকতা নির্মূলে তিনি নগরবাসীকে পুলিশের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

Spread the love