শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

এবারের অস্কার হবে ‘অন্যরকম’

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ২৫ এপ্রিল বসবে অস্কারের ৯৩ তম আসর। চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে সম্মানজনক এই পুরস্কার অনুষ্ঠান এবছর হবে একটু অন্যরকম।

লাল গালিচার দুইপাশে এবছর থাকছে না ভক্তদের ভিড়। শো প্রডিউসার স্টিভেন সোডারবার্গ, জেসে কলিনস ও স্ট্যাসি শের জানিয়ে দিয়েছেন অতিথিদের উপস্থিত থাকতে হবে সশরীরে। তারা এটাও জানিয়েছেন যে এবারের অস্কারে থাকছে না জুম-এ অংশ নেয়ার সুযোগ।

অস্কারে অংশ নেয়ার জন্য বেশ ঝামেলাও পোহাতে হচ্ছে তারকাদের। যারা অনুষ্ঠানে অংশ নেবেন, তারা ১০ দিন করে কোয়ারেন্টাইনে থাকছেন। মনোনয়নপ্রাপ্তদের মধ্যে কমপক্ষে ৯ জন যুক্তরাষ্ট্রের বাইরে থাকেন। তাদের মধ্যে প্রমিজিং ইয়ং ওমেন নির্মাতা এমেরাল্ড ফেনেল, তারকা ক্যারে মুলিগান এবং রিয়াজ আহমেদ থাকেন যুক্তরাজ্যে। তাদের জন্য ‘ইউকে হাব’ এর ব্যবস্থা রাখা হয়েছে।

মহামারীর কারণে অস্কার নিয়ে প্রতিবারের মতো মাতামাতিও এবার নেই, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। করোনা তাণ্ডবে ফিকে হয়ে পড়েছে অস্কারের জৌলুস। প্রতিবারের মতো জমকালো নৈশভোজের আয়োজন এবছরেও থাকছে কিনা সেই বিষয়েও কিছু জানায়নি কর্তৃপক্ষ।

Spread the love