শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার আলো দেবে গাছ!

অক্সিজেন, খাবার, আসবাবাপত্র তৈরির জন্য কাঠের পাশাপাশি এবার আলোও দেবে গাছ! ভাবছেন প্রলাপ? মোটেই না৷ ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)-এর বিজ্ঞানীদের প্রচেষ্টাতেই এই অসম্ভব বিষয়টি এবার বাস্তবায়িত হতে চলেছে৷

এই বিজ্ঞানীরা গাছের পাতায় বিশেষ ন্যানোপার্টিকলের সাহায্যে ডিন লাইট যুক্ত করার প্রচেষ্টায় রয়েছেন বলে জানা গেছে৷ বিষয়টি সফল হলে কাজের জায়গাতে এই গাছের চাহিদা বাড়বে বলে মনে করা হচ্ছে৷

বাড়িতে কম আলোর প্রয়োজনীয়তা হোক বা স্ট্রিট লাইট, শোভা বর্ধনের পাশাপাশি চাহিদাও পূরণ করবে এই গাছ৷ কাজ করবে ডেস্ক ল্যাম্পের মতোও৷

এমআইটি-র অধ্যাপক মাইকেল স্ট্র্যানো জানিয়েছেন, এনার্জি মেটাবলিজম-এর মাধ্যমে আলো দেবে এই গাছ৷ একটি বই পড়ার জন্য যথেষ্ট আলো দেবে এই গাছ৷ এই গ্লোয়িং প্ল্যান্টটি তৈরি করার জন্য এমআইটি ইঞ্জিনিয়াররা লুসিফেরাস নামে একটি এনজাইমকে ব্যবহার করেছে৷

Spread the love