বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার আসছে ‘উড়ন্ত ট্যাক্সি’

সংযুক্ত আরব আমিরাত প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে উড়াল ট্যাক্সি চালিয়েছে। উদ্ভাবনের ক্ষেত্রে আরব বিশ্বকে নের্তৃত্ব দেওয়ার দীর্ঘদিনের পরিকল্পনা থেকেই এ ধরনের প্রযুক্তিভিত্তিক ট্যাক্সি বাজারে আনা হচ্ছে।
একে ড্রোন ট্যাক্সিও বলা হচ্ছে। গত ২৫ সেপ্টেম্বর এটির সফল পরীক্ষা চালানো হয়। জার্মান ড্রোন ফার্ম ভলোকপ্টার ১৮টি প্রপেলার বা পাখা বিশিষ্ট দুই আসনের ছোট এই ড্রোন ট্যাক্সিটি নির্মাণ করেছে।
দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মোহাম্মদ এই ট্যাক্সির পরীক্ষামূলক উদ্বোধন করেন। তবে ওড়ার সময় এতে কোনো যাত্রী ছিল না।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, এ পরীক্ষামূলক উড্ডয়নে যানটি ৫ মিনিটের জন্য ২০০মিটার ওপরে উড়ে। সব কিছু ঠিক থাকলে এটিই হবে বিশ্বের প্রথম উড়ন্ত ট্যাক্সি।
দুবাইয়ের প্রশাসন শহরের মধ্যে যাতায়াতের জন্য এই ট্যাক্সি সেবা চালু করতে চায়। এর মাধ্যমে যে কোনো জরুরি প্রয়োজনে ভিড় এড়িয়ে অল্প সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে।
অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবা উবারের মতো স্মার্টফোন অ্যাপের মাধ্যমে ভোলোকপ্টার সেবা নেওয়া যাবে বলে জানানো হয়।
ভবিষ্যতে যাত্রায়াতের ক্ষেত্রে  ভোলোকপ্টার সেবার ব্যবহার বাড়বে বলে জানায় দুবাই।
দেশটির সরকারের লক্ষ্য হচ্ছে ২০৩০ সালের মধ্যে ২৫ শতাংশ যাত্রী চালকবিহীন যানবাহনে ভ্রমণ করবেন।
পরীক্ষা চালানো প্রথম উড়ন্ত ট্যাক্সিটির জলপথে গতি ৩০ মিনিটে ৫০ কিলোমিটার এবং উড়ন্ত পথে ১০০ কিলোমিটার।
Spread the love