শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

এবার কৃষকের ধান কাটালো দিনাজপুর আনসার-ভিডিপির সদস্যরা

এম.এ.সালাম ॥ দিনাজপুর বিরল উপজেলার ৭নং বিজোড়া ইউনিয়নে কৃষকের ধান স্বেচ্ছায় কেটে দিলেন দিনাজপুর আনসার-ভিডিপির সদস্যরা।

এতে অংশ নেন হিলি-হাকিমপুর ১১ বিএন জেলা কমান্ড্যান্ট (অ: দা:) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মোঃ আব্দুল মজিদ। এছাড়াও সহকারী জেলা কমান্ড্যান্ট মো. ইকনুল হক, দিনাজপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মো. আবু সাঈদ, টিআই পলাশ মিয়া।

দিনাজপুর ২নং ওয়ার্ডের চাউলিয়াপট্টি এলাকার উপজেলা কোম্পানি কমান্ডার মো. বেলাল হোসেনের নেতৃত্বে কৃষকের ধান কাটা শুরু হয়। বিরল ইউনিয়ন কমান্ডার দলনেতা ৭নং ওয়ার্ডের মো. আইয়ুব আলী প্রমুখ। ৭নং বিজোড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন এই ধানকাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দিনাজপুর সদর উপজেলা কোম্পানি কমান্ডার মো. বেলাল হোসেন এ প্রতিনিধিকে জানান, আমরা ১০ মে থেকে ১৮ মে-২০ তারিখ পর্যন্ত কৃষকের কয়েক বিঘা ধান কেটে দিয়েছি। কৃষকেরা তাই খুশি।

Spread the love